আমাদের কথা খুঁজে নিন

   

হে বন্ধু বিদায়!

জীবন সায়াহ্ণে আমি আজ সূর্যাস্তেই বিদায় নেব, তোমাদের থেকে; আর পাবে না আমাকে। কিভাবে ফুরিয়ে গেলাম হায়! অতি দ্রুত কর্পূরের মতন নিরবে নিভৃতে সময় চলে যায়। চিহ্ন রেখে যায় মায়ার ছলনায়, আশা-নিরাশায় প্রেম-ভালবাসায়। অনেক উৎসব মুখর এসেছিলেম আনেক আশার আলো জ্বেলেছিলেম হতাশ হয়েই বিদায় নিলেম। আশার প্রদীপ জ্বালবো না আর তোমাদের কাছে আসবো না আর আমায় কভু পাবে কি আর? পাবে না, পাবে না, পাবে না। শতঅধ্যাবসায় শত সাধনায় আমাকে আর পাবে না। প্রেমে গানে আপন প্রাণে আসবো না আর সম্মুখপানে যাও অনেক সুখ তুমি পাও। আমার তরে রয়েছে কি কিছু দায়? বিদায় বেলা আসন্নপ্রায় হে বন্ধু বিদায়! ------------ বিদায়-১৪১৯ ছবি নেট  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।