আমাদের কথা খুঁজে নিন

   

খুচরো পদ্য // রহমান হেনরী

বাঙলা কবিতা তোমারও তো বয়স হচ্ছে! একাই আমি বুড়ো? ওই তো সেজদানত তীক্ষ্ণ যুগ্ম-পাহাড়চুড়ো! বলেছিলে, পাঁচটি বছর শুধু; পাঁচ বছরই সই? একটু-আধটু আগেও তোমার নাগাল পাবার নই! এখন তো সে বয়সও নাই, কুটিল রাজনীতিতে নামার অযুহাতে কাটবো তোমার উদ্বোধনী ফিতে! এই বয়সের সকল লীলা মায়াসুতোয় বোনা; বয়স হচ্ছে, বয়স হচ্ছে, বয়স হচ্ছে... শোনো! এবার ফেরো! তুচ্ছ জেদে মানুষ হাসিও না! বয়স হচ্ছে দুইজনারই, বয়সটা তো মানো! ফিরে এবার জাপটে ধরো প্রেমে__ অঙ্গে অঙ্গ মিশিয়ে তোমার সমস্তকে জানো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।