আমাদের কথা খুঁজে নিন

   

টাইগার্স এবং তাদের নতুন কোচ "রিচার্ড পাইবাস"

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা অবশেষে টাইগার্ দের পরিচালনার দায়িত্ব পেলেন Richard Pybus। ৩০ মে পাইবাসকে স্টুয়ার্ট ল’র উত্তরসূরী ঘোষণা করে বিসিবি। ৪৭ বছরের এই ইংলিশ কোচ দুই বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে পাইবাসের দায়িত্ব শুরু হবে জিম্বাবুয়ে সফর দিয়ে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ১২ জুন ঢাকা ছাড়বে ক্রিকেট দল।

টুর্নামেন্ট উপলক্ষ্যে এই সপ্তাহেই দল নিয়ে কাজ শুরু করবেন পাইবাস। তবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলা চলায় দলের সবাইকে একসঙ্গে পাচ্ছেন না নুতন কোচ। রিচার্ড পাইবাস এর পুরো নাম "রিচার্ড আলেকজান্ডার পাইবাস"। নর্থ ইস্ট ইংল্যান্ড এ তিনি ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার ছিলেন।

তিনি ১৯৯৯-২০০১ এবং ২০০৩ এই দুইবার পাকিস্তান কে কোচিং প্রদান করেন। ২০০৭ এ তিনি ইংল্যান্ড এর কাউন্তি 'মিদেলসেক্স" এর কোচ নিযুক্ত হন। এখন তিনি আমাদের সাকিব, তামিম, মুস্ফিক, মাহামুদুল্লাহ দের শিক্ষক হতে যাচ্ছেন। তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে অনেক। কারন আমরা বাংলাদেশিরা স্বল্পোন্নত দেশ হলেও ক্রিকেট পাগল জাতি।

এই ক্রিকেট এর জন্যে ছেলে, বুড়ো, শিশু-কিশোর, যুবক-যুবতী সবাই এক দলে ভীর করে। আমাদের মাথাপিছু আয় কম হতে পারে, আমরা অনুন্নত দেশ হতে পারি, কিন্তু তবু আমরা আজ পৃথিবীর দরবারে গলা উছু করে বলতে পারি...হ্যাঁ , ওয়ার্ল্ড রাঙ্কিন এ সেরা অলরাউন্দার আমাদের...এটা সম্ভব হয়েছে, কারন আবার বলছি, আমরা ক্রিকেট পাগল জাতি...... ......রিচার্ড পাইবাস, তুমি এগিয়ে জাও তমার টাইগার্স দের নিয়ে আর আমাদের আর আনন্দের জোয়ারে ভাসাও, এই আশা ব্যাক্ত করে শেষ করছি... .........আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।