আমাদের কথা খুঁজে নিন

   

মিনারেল ওয়াটার প্লান্ট করতে চাচ্ছি, প্লিজ তথ্য দিয়ে সহযোগিতা করুন

অনুতাপ নিপীড়িত ব্যাথিত জনের শক্তিধরে অস্ত্রধারী শত সিপাহের আমর অনেক ইচ্ছাই মাথায় ঘুরপাক হায়, কোনটা নিজে বাস্তবায়ন করতে পারি কোনটা বন্ধুদের দিয়ে করিয়ে থাকি। কিছু কিছু কখনোই আলোর মুখ দেখেনা অর্থাৎ বাস্তব অবস্থায় আসেনা। এই পর্যন্ত যতগুলি বাস্তবায়ন করেছি সব গুলিতে এই ব্লগারদের অবধান সবচেয়ে বেশি। সবাই আমাকে তথ্য দিয়ে অনেক সাহায্য করেছেন। হয়তবা এই তথ্য গুলি না পেলে আমার একটা চিন্তাকেও বাস্তবে রুপদিতে পারতাম না।

একটা কথা আছে সে বেশি চাই যে বেশি পাই, আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন তাই এবার নতুন একটা চিন্তা নিয়ে আপনাদের দোয়ারে এসেছি, প্লিজ হেল্প করুন। আমি একটা মিনারেল ওয়াটার প্লান করতে চাচ্ছি, কিন্তু কিভাবে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিনা। - কোথায় থেকে মেশিন পত্র কিনতে হয় - কোথায় থেকে বোতল কিনতে হয় (১/২, ১, ১.৫, ২, ১০ এবং ২০ লিটার পানির জন্য) - কিভাবে শুরুটা করা যায়। আমার প্রথম টার্গেট বড় বোতলে অর্থাৎ ২০ লিটার বোতলে হোটেল, রেস্টোরেন্ট, বাসা বাড়ী, অফিস ইত্যাদিতে সাপ্লাই দেয়া। পরবর্তিতে ছোট বোতল করে বাজার জাত করব।

আপনাদের সাহায্য পেলে আল্লাহ চাহেত অবশ্যয় সফল হব। আমি ঢাকার সাভার এলাকায় এই ব্যাবসাটা চালু করতে চাচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.