আমাদের কথা খুঁজে নিন

   

মরিক লউজারে-র আরও ১৩ টি প্রবচনের অনুবাদঃ

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ ১) বাঙালি নারী পুরুষের জীবনের লক্ষ্য থাকে দুটি। নারীর জীবনের প্রথম লক্ষ্য বিয়ে করা, আর পুরষের প্রথম লক্ষ্য চাকুরী পাওয়া। দুই নম্বর লক্ষ্যটি বাঙালি নারী-পুরুষ দু’জনেরই এক – সন্তান বড় করা। ২) একটা জাতি কতটা মূর্খ, চাপাবাজ, এবং তেলবাজ সেটা জানতে প্রথমে টিভি চালু করুন, তারপর টকশো দেখতে থাকুন। ৩) একটা দেশে কবিতার বই কি পরিমান বিক্রি হয় সেটা জানলেই সে জাতি কতটুকু মননশীল সেটা জানা হয়ে যাবে।

৪) পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে কিছুই শেখে না। কিন্তু ক্যাম্পাস থেকে শেখে অনেক কিছু। এ শিক্ষা দিয়েই তারা বাকি জীবন চালিয়ে নেয়। ৫) ছাত্ররা রাজনীতি করে নিজেদের জীবন বুকপকেটে রেখে, আর শিক্ষররা রাজনীতি করে ছাত্রদের জীবন বুকপকেটে রেখে। ৬) এদেশে ক্লাশরুম আর ডাস্টবিন একই জিনিস।

৭) বই হচ্ছে এক প্রকার টাইমমেশিন। যখন তখন যেখানে খুশি সেখানে যাওয়া যায়। ৮) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্র হয়তো বাঘ-ভাল্লুক-হাতি বা সিংহ, কিন্তু বাবা-মা মনে করেন তাদের সন্তান কিচ্ছু বোঝে না, এখনও চোখ না ওঠা বিড়াল ছানাটি রয়ে গেছে। ৯) প্রগতিশীল হওয়া এখন খুব সহজ। প্রগতিশীল হওয়ার প্রথম ধাপ ধর্মের পাছায় লাথি দেয়া; দ্বিতীয় ধাপ, নারীবাদের মাথায় হাত বুলিয়ে দেয়া।

১০) নির্বাচন একটি মায়াজাদুর নাম। এ জাদুতে আমজনতা এতটাই আচ্ছন্ন হয় যে, রাজনীতিবীদ যখন বলে জয়ী হলে আমি বৈদ্যুতিক বাতির পরিবর্তে আকাশ থেকে চাঁদ পেরে এনে সবার ঘরে ঘরে ফিট করে দিবো, আমজনতা তখন গভীর আবেগ আর আনন্দে চিৎকার করে ওঠে। ১১) লিভ টুগেদার নারীকে বার বার রেপ করার আধুনিকতম, এবং আইনী দিক থেকে নিরাপদতম পুরুষতান্ত্রিক কৌশল। ১২) সুন্দরী মডেলরা নয়, দর্শকদের সামনে দিয়ে ক্যাটওয়াক করে হেঁটে যায় পুরুষতন্ত্র আর ভোগবাদ । ১৩) শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে।

ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.