আমাদের কথা খুঁজে নিন

   

তফাৎ থাকলে কাজ করতে পারে। সমান থাকলে কাজ করতে পারে না।

প্রদীপ হালদার,জাতিস্মর। তফাৎ থাকলে কাজ করতে পারে। সমান থাকলে কাজ করতে পারে না। এটি আমার কথা নয় । বিজ্ঞানের কথা ।

থার্মোডিনামিক্স সিস্টেম এবং এনভিরনমেণ্টের মধ্যে তাপ , চাপের তফাৎ থাকলে তবে থার্মোডিনামিক্স সিস্টেম কাজ করতে পারে । যখন তাপ , চাপ সমান হয়ে যাবে তখন থার্মোডিনামিক্স সিস্টেম আর কাজ করতে পারবে না । তাই বলছি তফাৎ থাকলে কাজ করতে পারে। সমান হলে আর কাজ করতে পারে না। সামনে দুটি একই আকারের গ্লাস ।

গ্লাস দুটি জলে ভর্তি । এখন আর এক গ্লাসের জল অন্য গ্লাসে ঢালা যাবে না । যদি গ্লাস দুটিতে জলের পরিমাণে তফাৎ থাকতো তাহলে এক গ্লাসের জল অন্য গ্লাসে ঢালা যেতো । প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের তফাৎ আছে । তাইতো মানুষ কাজ করে ।

সব মানুষ সমান নয় । তফাৎ থাকবেই । সবাই ঝগড়া করে না । সবাই ভালোবাসতে জানে না । সবাই শিক্ষিত নয় ।

তফাৎ আছে । তাইতো কাজ আছে । সব কিছুতে মানুষ সমান হলে মানুষের আর কাজ থাকবে না । তখন মানুষ আর জড় পদার্থের মধ্যে কোন তফাৎ থাকবে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.