আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের সাথে আমার তফাৎ কোথায়।

আমি মূলত আমার অফিস শেষ করে হাতিরঝিল অথবা মৌচাক হয়ে পান্থপথ এ চলে আসি। আজকে ভাবলাম একটু বাস ভ্রমন করি তাই মৌচাক না নেমে সরাসরি পল্টন চলে আসলাম। পড়ে ওইখান থেকে একটা বাসে খামার বাড়ি নামলাম।

এদিকে বাস থেকে নামার পর বাসা থেকে ফোন দিলো আমার ছোট বোন ভাইয়া আইসক্রিম এনো। আমি আইসক্রিম কেনার জন্য একটা দোকানে ঢুকতে যাবো।

এসময় একটি দৃশ্য দেখে আমার এতো কষ্ট পেলাম। আমার সামনে দিয়ে একটু কুকুর হেঁটে যাচ্ছে তার পিছনের পা দুইটি কি কারনে জানিনা ভেঙে গেছে। কুকুরটা সামনের পার উপর ভর করে লেংচাতে লেংচাতে সামনে যাচ্ছে। আমার চোখে পানি এসে গেলো। আমার ইচ্ছা করছিলো আমি তাকে কোন পশু হাসপাতালে নিয়ে যাই।

কিন্তু কি দোটনায় পড়ে গেলাম শুধু মনের দুঃখ মনে রয়ে গেলো।

কি এক দেশে বাস করছি আমরা। সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে কিনা আমি জানিনা। প্রানিদের নিয়েও তো একটা হাসপাতাল আছে।
আমি ইচ্ছে করলে ওই কুকুটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে পারতাম।



কারন করতে পারিনি, এটা আমার ব্যার্থতা। আমিও যে এক মানুষরূপী কুকুরের চেয়েও অধম।

আমাকে আজকে আপনারা ঘৃণা করুন। সবাই জুতা মারুন আমার মুখে। আমি আমার দায়িত্ব পালনে ব্যার্থ।



আমাকে আপনারা মাফ করে দিয়েন। ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।