আমাদের কথা খুঁজে নিন

   

সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি আজীবন শরীয়ত ও সুন্নতের উপর অবিচল বা ইস্তিক্বামত ছিলেন।

সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সেই যামানায় মহান আল্লাহ পাক উনার খাছ লক্ষ্যস্থল। উনার বিলাদত শরীফ থেকে বিছাল শরীফ পর্যন্ত পুরো হায়াত মুবারকেই মুসলমানদের জন্য রয়েছে ইবরত, নছীহত। মহান আল্লাহ পাক তিনি উনাকে অনেক মর্যাদা-মর্তবা হাদিয়া করেছেন। তিনি পিতার দিক থেকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার এবং মাতার দিক থেকে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার বংশধর অর্থাৎ তিনি হচ্ছেন আওলাদুর রসূল। সুলতানুল হিন্দ, হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি যে আজীবন শরীয়ত ও সুন্নতের উপর ইস্তিক্বামত বা অবিচল ছিলেন তা স্বয়ং নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই সত্যায়ন করেছেন।

বর্ণিত আছে যে, নব্বই বৎসর বয়স মুবারকে মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার বিশেষ সাক্ষাৎ লাভ হয়। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বলেন, হে মুঈনুদ্দীন! ‘মুঈনুদ্দীন’ শব্দের অর্থ হচ্ছে দ্বীনের সাহায্যকারী। সত্যিই আপনি আমার দ্বীনের সাহায্যকারী। আপনার দ্বারা যমীনে প্রায় এক কোটিরও বেশি লোক ঈমান এনেছে এবং প্রায় সমস্ত সুন্নতই আপনার দ্বারা পালিত হচ্ছে। তবে একটা বিশেষ সুন্নত বাকি রয়েছে।

আলোচনা শেষ হয়ে গেলো। মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিলের লক্ষে দ্বীনের খিদমতের আঞ্জাম দিতে গিয়ে তখনও উনার বিয়ে করা হয়নি, ‘বিয়ে করা হচ্ছে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত। ’ মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশে সুন্নত আদায়ের লক্ষ্যে হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি পর পর দু’টা বিয়ে করে নেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, কোটি কোটি কাফির বা বিধর্মীদের মাঝে অবস্থান করার পরও সুলতানুল হিন্দ, হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি এক মুহূর্তের জন্যও তাদের নিয়ম-নীতি, তর্জ-তরীকা অনুসরণ-অনুকরণ করেননি এবং কোন বিষয়ে তাদের সাথে আপোসও করেননি। মূলতঃ উনার ক্বলব মুবারক-এ যিকির জারি থাকার কারণেই তা সম্ভব হয়েছে।

সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার ক্বলব মুবারকে মহান আল্লাহ পাক উনার যিকির জারি থাকার কারণেই ইবলিস উনাকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। বরং উনি সর্বদাই হক্বের উপর, শরীয়তের উপর ও সুন্নতের উপর ইস্তিক্বামত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।