আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপানে নারীর হার্ট ঝুঁকি বেশি

আগে মনে করা হতো, ধূমপানে নারী-পুরুষ উভয়েরই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় সমান। প্রকাশিত এই গবেষণার প্রেক্ষিতে দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, বিশেষ করে যেসব নারী ধূমপানের দিকে ঝুঁকছেন, তাদের জন্য এই ফলাফল বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হৃদরোগকে বিশ্বের সবচেয়ে বড় জীবনঘাতী বলে চিহ্নিত করেছে। প্রতি বছর বিশ্বে ৭০ লাখেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। ১৯৬৬ থেকে ২০১০ সাল পর্যন্ত এ সংক্রান্ত গবেষণার ৭৫ ধরনের তথ্য পর্যালোচনা করে এ মন্তব্য করেছেন গবেষকরা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ল্যানসেট সাময়িকীতে। ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ২৪ লাখ মানুষের ওপর পরিচালিত গবেষণার ফলাফল পর্যালোচনা করে গবেষকরা বলছেন, ধূমপানে অভ্যস্ত পুরুষদের চেয়ে সম্প্রতি ধূমপান শুরু করেছেন এমন নারীর হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ বেশি। গবেষকদের ধারণা, নারী-পুরুষের জৈবিক গঠনগত পার্থক্যের কারণে এমনটা হতে পারে। তবে প্রকৃত কারণ এখনও অনুদ্ঘাটিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.