আমাদের কথা খুঁজে নিন

   

চাদের পরে চাদ

চাদ আজ পৃথিবীর খুব কাছে গো নিতে এসেছে যেন সবুজের ঘ্রাণ। খুজতে চেয়েছে হয়ত কোন কবিকে যে লিখেছে এক অনিন্দ জোছনার বয়ান। আমার আকুলতা নেই ঐ জোছনায় চাদের তরে বোধ করি না যে টান। চাদের নির্বার আহবানে জোছনার সুরের টানে নির্মোহ আমি নির্বাক সারা দিচ্ছে না এ প্রান। মনের মাঝে ঘর যে জনার তাহার মাঝেই প্রান তাকেই দিলাম সব কবিতা আমার সব গান।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।