আমাদের কথা খুঁজে নিন

   

তারপর ও ছিলে.....

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... ব্যর্থতার গ্লানি মুছে ফেলে ২০১২ সালটা সফলতার ফসল হিসেবে ধরে নিয়েছিলাম। ২০১১ সালে কোন সাফল্য আসেনি, যেগুলো এসেছিল তাও লুফে নিতে পারিনি। ২০১২ শুরুর থেকে সাফল্যগুলো ধরা দিচ্ছিল। এত সাফল্যের পর ও একটা না পাওয়াই বুকের উপর এমন ভাবে চেপে বসেছে যার ভার দিন দিন বাড়তেছে। যার ভার আগের বছরের সবগুলোর সমান বল্লেও ভুল হবে।

স্বর্নকে আমি ৩ বছর ধরে জানি, চিনি। ভাল একটা স্বম্পর্ক। ২ বছর ধরে ওর উপর বিয়ের চাপ ছিল, কিন্তু রাজি হচ্ছিল না। কারনটা আমার অজানাই থেকে গেল। যার কারনে ওর মন মেজাজ প্রায় খারাপ থাকত।

আমার সাথে ও ঠিকমত কথা বলত না । এইসব কারনে আমি ওকে প্রায় বলতাম বিয়ে করতেছনা কেন ? ভাল একটা ছেলে দেখে বিয়ে করে ফেল। স্বর্ন এইসব নিয়ে আমার সাথে কথাবলতে আগ্রহী না। তাই আমিও জোর করতাম না। আমার আকাশে স্বর্নের ঘুড়ির ছিল অবাদ বিচরন।

কোথাও বাধা পায়নি। যখন যে রকম আবহাওয়া দরকার ছিল তাই পেয়েছে। আমারও তাই। এরইমাঝে দুজনের মাঝে আত্মার একটা স্বম্পর্ক হয়ে উঠে। তারপরও ঝগড়াছিল , যা তার স্বাভাবিক গতিতেই চলত।

দুদিন আগে তার একটা এম এম এস পেলাম, তাকে দেখতে আসবে। আগামীকাল আসার কথা। দুই পরিবারেরই সম্মতি আছে। এস এম এস টা পড়ার পর মুহূর্তে নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেল্লাম। ভুলে যেতে চাইলাম এস এম এস পড়ার সময়টুকু।

পেরেছিলাম ও বটে। অফিস থেকে যখন বাসায় ফিরি তখন অনুভব করা শুরু করলাম। বুকের বাপ পাশে একটা ব্যাথা , যার ভার দিন দিন বাড়তেছে। কোন কাজে আগের মত মনবল বা উদ্দম কিছুই পাচ্ছি না। জানি সে আমার ছিল না, তারপর ও মনে অনেক জোর ছিল, ছিল কিছু চাওয়া।

খুঁনসুটি করার অনেক মহূর্ত। মন ভাল করে দেওয়ার মত আলতো সপ্শ। সর্বপোরি সে আমাকে কখনো একাকিত্বটা অনুভব করতে দেয়নি। কোথায় কখান কি করতে হবে, কাদের সাথে কিভাবে কথা বলতে হবে, কোথায় কি কাপড় পরে যেতে হবে সব কিছুই খেয়াল রাখত। এখন আর এইসব কিছুই থাকবে না।

আর এই ৩ বছরে আমাকে একবার এর জন্য হলেও খাওয়ার কথা বলতে ভুলে যায়নি। জানি আগামীতেও সে একইরকম ব্যবহার হয়তবা আমার সাথে করবে। তারপর ও সে আমার নয়। গতকাল তার সাথে বসে ৩ ঘন্টা সময় কাটালাম। অনেক দিন পর তার সাথে এত লম্বা সময় কাটালাম।

একবারের জন্য ও তাকে বুঝতে দেয়নি , আমার কষ্ট হচ্ছে। জানি যদি সে বুঝতে পারে আমার কষ্ট হচ্ছে তাহলে তার কষ্ট আরো বেশী হবে। গতকাল এবং আজ পর্যন্ত কারো ব্যবহারে কোন পরিবর্তন আসেনি। আসবে ও না,কখনো। তারপর ও সে স্বর্ন আর এই স্বর্নের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে।

যার পুরুত্ব এতই বেশী, মাপা যায় না । আমি জানতাম তাকে আমি পাব না, তারপর ও সে আমার ছিল, মাঝে কোন দেয়াল ছিল না। আর আজকের পর তার আর আমার মাঝখানে যে দেয়াল তৈরি হবে তা যদিও আমাদের মাঝে ফাটল ধরাতে পারবে না, তারপরও সে আমার হবে না। আমার মাঝে আগের সেই উদ্দমতা আবার কবে ফিরে আসবে তা আমি জানিনা, তবে স্বর্ন ঠিকই আমাকে আমার লক্ষ্যে নিয়ে যাবেই। এতটুকু বিচ্যুত হতে দিবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।