আমাদের কথা খুঁজে নিন

   

রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: এর ধান্ধাবাজি!!!!!!!!!

যে কয় টাকা বেতন পাই তা দিয়ে ঢাকা শহরে স্ত্রী সন্তান, মাকে নিয়ে ঢাকা শহরে থাকা খুবই কষ্টকর। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সঞ্চয়ের জন্য চেষ্টা করি। কিন্তু বিভিন্ন ব্যাংকের সঞ্চয়ের উপর মুনাফা দেখে ব্যাংকের প্রতি একটু আগ্রহ কমই ছিল। এ সময়ে অফিসের এক কলিগ বললেন রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: সঞ্চয় করলে অধিক পরিমাণ মুনাফা অর্জণ করা যায়। কিভাবে জানতে চাইলে আমাকে রিলায়েন্স এর অফিসে নিয়ে যায়।

রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতিতে ১ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে মাসে ২ হাজার টাকা পাওয়া যাবে। মাসে ২ হাজার টাকা বিনিয়োগের কথা শুনে মনে একটু লোভ জেগেছিল হয়তো। তাই স্ত্রীর পরামর্শক্রমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করি। প্রতি মাসে ২ হাজার টাকা সময় মতোই ৬ মাস পেলাম। তখন আরও লোভ জেগেছিল যদি আরও টাকা বিনিয়োগ করতে পারি তাহলে অনেক টাকা আয় করা সম্ভব হবে।

তাই রিলায়েন্সের ১০০ শেয়ার ১ লক্ষ টাকায় ক্রয় করে মাসে ১ হাজার টাকা করে রিলায়েন্সে সঞ্চয় করতে লাগলাম। গত ৩ বছর ১ হাজার টাকা করে সঞ্চয়ও করলাম। কয়েকমাস অতিবাহিত হবার পর রিলায়েন্সের একজন অফিসার বললেন প্রতি মাসে টাকা না নিয়ে ৫ বছর পর এক সাথে টাকাটা নিলে বেশি লাভবান হবেন। তাই তার কথা মতো মাসিক ২ হাজার টাকা না নিয়ে জমা করতে থাকলাম। হঠাত পারিবারিক কারণে টাকা প্রয়োজন হয়।

তাই রিলায়েন্স বহুমুখী সমবায়ের ১০০ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেই। রিলায়েন্সে দরখাস্ত দেয়ার ৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত টাকা ফেরত না পাওয়ায় রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: এর উপর বিরক্ত হয়ে পড়লাম। অনেক টেবিল ঘুরেও আমার টাকা এখনও ফেরত পেলাম না। আমার মতো অনেক শেয়ার হোল্ডার এবং লক্ষ টাকা বিনিয়োগে মাসিক ২ হাজার টাকা পাওয়া লোক রিলায়েন্সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রিলায়েন্স কোন টাকা ফেরত দিচ্ছে না।

লোভ করে যে পাপ করেছি তা এখন বুঝতে পারছি। অতি লোভে তাতি নষ্ট। তাই অন্যান্য সকল পাঠক ও শুভানুধ্যায়িদের বলছি যেখানেই বিনিয়োগ করেন না কেন ভালো করে খোঁজ নিয়ে বিনিয়োগ করবেন। দেশটা এখন প্রতারকদের আশ্রয়খানা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।