আমাদের কথা খুঁজে নিন

   

আর কত মুখ বুজে থাকবেন ?

বিপ্লব অথবা মৃত্যু বাংলাদেশে এক সময় নির্ভীক সাংবাদিকতা নামে একটা শব্দ প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে আরো অনেক শব্দের মত এই শব্দটাও আমাদের অভিধান থেকে হারিয়ে যেতে বসেছে। সাংবাদিকেরা এখন প্রতিনিয়ত নিজেদের সাথে আপোষ করেন, নিজেদের জীবন বাঁচাতে, হাউসের মন রক্ষা করতে। সাংবাদিকেরা এখন অন্য সব পেশাজীবীদের মত অর্থলিপ্সু। টাকার বিনিময়ে এরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে পারেন।

পুঁজিবাদী সমাজে যেখানে অর্থই সামাজিক অবস্থান নির্ধারণ করে সেখানে অর্থের প্রতি লালসা থাকাটাই স্বাভাবিক আর সাংবাদিকেরা তো ফেরেশতা বা দেবতা নন যে তারা এর বাইরে থাকবেন। কারো মুখোশ উন্মোচন করতে গিয়ে জীবনটা খোয়ানোর চাইতে বরং চুপ থাকলে যদি জীবনটাও বাঁচে, কিছু উপরি কামাইও হয় ক্ষতি কি !!! কিন্তু এমন করে আর কতদিন ? কিংবা প্রশ্নটা এভাবে করা যায়, এমন করে কি শেষ রক্ষা হয় ? সাগর-রুনীর হত্যাকান্ড থেকে শুরু করে আজকের বিডিনিউজের অফিসে হামলা রক্ষা পাওয়া কি গেল ? আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউ কি সাংবাদিক নির্যাতনে পিছিয়ে আছে ? যে যেভাবে পারছে আপনাদের নির্যাতন করছে, হত্যা করছে। কোন বিচার হচ্ছে না। বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপত্তার অভাবে আছেন আপনারা। আমি সত্য বলা শিখেছি পত্রিকার কাছ থেকে, প্রতিবাদ করা শিখেছি পত্রিকার কাছ থেকে।

দেশ চিনেছি, বিশ্ব চিনেছি পত্রিকা দিয়ে। পত্রিকার কাছে আমার অনেক ঋণ। শিক্ষকতার পরে যদি কোন পেশাকে শ্রদ্ধা করি সেটা সাংবাদিকতা। সকল সাংবাদিক নির্যাতনের বিচার চাই। সাংবাদিকদের প্রতি অনুরোধ হামলাকারী, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন।

চুপ করে পড়ে থাকলে এরপর আপনি মরবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।