আমাদের কথা খুঁজে নিন

   

এবার জাভা ইউজারদের দু:খ দূর হল; এখন জাভা মোবাইলের জন্য নিন দুষ্টু-মিষ্টি Talking tom cat

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা জটিল বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না।

তাই এ বিষয়ে লিখতে বসলাম। ভুল হলে ক্ষমা করবেন। এই  টিউনটা জাভা ইউজারদের  জন্য।
এই টিউন করার আগে দুষ্টু-মিষ্টি Talking tom cat নিয়ে আরেকটি টিউন করেছিলাম,সেটি ছিল নোকেয়া সিম্বিয়ান ইউজারদের  জন্য সেটি  http://www.techtunes.com.bd/nokia/tune-id/247634 এখান থেকে দেখে নিতে পারেন ,আজ নোকেয়া জাভা ইউজারদের  জন্য নিয়ে এলাম এই মজার Talking tom। অনেকে হয় তো  ভাবছেন  Talking tom cat এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে আবার জাভাতে হাজির হল কেমনে? অনেকের অনেক আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় সত্যি!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন জাভা  ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি।

আমরা যারা জাভা  ইউজার তারা যখন বন্ধুদের ফোনে Talking tom cat দেখি তখন মনটা খারাপ হয়ে যায় তাই না ?ভাবি যদি জাভার জন্য যদি এটা থাকত............................আমি আশা করি আমার এ টিউন আপনাদের এই দু:খ ভুলিয়ে দেবে।

এবার আসি কাজের কথায়। প্রথমে http://www.mediafire.com/download/0dardl918twztfp/Talking+tom+by+Raihan.jar এখান থেকে অথবা http://www.filedwon.info/qu45qqmoyehf/Talking_tom_by_Raihan.jar.html (এখান থেকে ডাউনলোড  করতে প্রথমে  নিচ থেকে  slow download সিলেক্ট করুন)    এখান থেকে সফ্‌টওয়ারটি ডাউনলোড করে নিন ।

ব্যবহার পদ্বতি খুব সহজ install দেয়ার পরopenকরে ৭  চেপে কথা বলুন আর কথা শেষে ৭ চাপুন আর দেখুন মজা!!!!!!!
আজ এই আর নয়................খুব তারাতারি আরও মজার টিউন নিয়ে হাজির হব
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
আমার এই টিউন সম্পর্কে আপনার মতামত জানালে খুশি হব।
বি:দ্র :ডাউনলোড করতে সমস্য হলে COMMENT করবেন


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪৩ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.