আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে আমার দেশ! কোথায় আমাদের স্বাধীনতা? বুক থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয়না যখন সাংবাদিকদেরকেই সংবাদ হতে দেখি।।

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ দেশের কোথাও কোন কিছু ঘটলেই যেই ওয়েবসাইটে সবার আগে ছুটে যাই, যেই মিডিয়াটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই বিডিনিউজ২৪ ডট কম-ই আজকে সন্ত্রাসী হামলার শিকার হলো আজ রাত সাড়ে ৯টার দিকে।

দেশটা আর মানুষের নেই বোধহয়। এটা এখন পাগলা কুকুরের দেশ। হ্যা, কুকুর! কুকুর কি একটা গালি? অবশ্যই সেইসব "জানোয়ার"দের জন্যে এটা গালি না যারা এমন ঘৃণ্য কাজ করতে পারে। সত্যকে গলা টিপে হত্যা করতে চায় যারা, তাদের দিকে একদলা থুথু নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই। তারা কখনো পারবেনা সত্যকে গলা টিপে হত্যা করতে।

আমরা, ব্লগাররা তা হতে দেবোনা। একবার যখন রক্ত দেখেছি, রক্ত বারবার দেখতে প্রস্তুত আছি আমরা। সাংবাদিকদের উপরে আক্রমণ কোনমতেই মেনে নেয়া হবে না। বিডিনিউজে আমার পরিচিত কেউ নেই। কিন্তু তারপরেও কেন যেন প্রচন্ড কষ্ট লাগছে খবরটা আর রক্তে ভেজা মেঝে দেখে।

বারবার একটি দৃশ্যই ভেসে আসছে চোখের সামনে, যেটা ফেব্রুয়ারী মাসের ১১তারিখে দেখেছিলাম। যেই খবর শুনে সেই সকালে ঘুম ভেঙ্গেছিল। আতকে উঠেছিলাম এটা ভেবে যে আগের রাত্রে যেই মূহুর্তে ঘটনাটি ঘটেছিল সেই সময়েও সজাগ ছিলাম আমি! যেই খবর শুনে পরবর্তী এক সপ্তাহ আতংকিতভাবে রাত কেটেছিল। আবারো কিছু নির্ঘুম রাত পাবো বলে মনে হচ্ছে এবার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে বেডরুমে নিরাপত্তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

এবার কি বলবেন আপনি? সাংবাদিকদের কর্মস্থলে কি সরকার নিরাপত্তা দিতে পারলো?? র‍্যাব, পুলিশ; কি কাজের জন্যে? কোপাকুপির পরে গিয়ে ঘটনাস্থল পাহারা দেবার জন্যে?? সেই কাজতো আমার বাড়ির বৃদ্ধ কেয়ারটেকারও পারবে!! বিডিনিউজের কোন বড়ভাই কি আছেন? থাকলে দয়া করে সর্বশেষ পরিস্থিতি জানান। ছবিসূত্র: bdnews24.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.