আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে ২১ , হায়রে স্বাধীনতা (!!)

এলোমেলো চিন্তা .... ৪০ বছর পর যদি কেউ বলে যে ৭ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি (?) ৬০ বছর পর কেও যদি বলে ২১শে ফেব্রুয়ারী কি আমি ঠিক "details"এ জানি না (??) আর ১০ বছর পর তো এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর হবে যে জানবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করসিলাম । অবশ্য এই সময়ে এটাই স্বাভাবিক । কারন যেই দেশের মানুষ নিজেদের হত্যাকারীকে সমর্থন করে (?) তাদের বিয়ে করে ঘর সংসার করতে চায় , যারা ইসলামের দোহাই দিয়ে নিজেদের শত্রুর হাতেও চুমু খেতে পারে সেই দেশের মানুষের কাছ থেকে আর বেশী কি আশা করা যায়। কারন ওদের কাছে ১৯৭১ একটা রাজনীতি ও গণ্ডগোলের বছর । আসলে ৩০ লাখ ও ২ লাখ এই দুটা সংখ্যার মানে ও হিসাব তারা এখন পর্যন্ত করতে পারে নাই ও কোনদিন করতে পারবে বলেও মনে হয় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.