আমাদের কথা খুঁজে নিন

   

মুনডাস্ট সিলভার

আমাকে নিয়ে রাস্তাটার পাশ দিয়ে গাড়িটা ছুটছিল একটা ‍সিলভার ফোর্ড ইনডেভার, খাড়া পাহাড়ী রাস্তা, সর্পিল আর একটু পর পর ভীষন বাঁক নীচে ম্যাচবাক্সের মত ঘর বাড়ি, তাতে সবুজ রঙের ছাত পাহাড়ের গা, আর রাস্তাটা হয়ে উঠছিল নির্জন আর ভীষন ঠান্ডা আলোর তীব্রতা কমছিল, চারপাশের রঙ গুলিয়ে যাচ্ছিল, ঝাপসা হয়ে যাচ্ছিল ক্রমশ, উড়ে আসছিল তুষার কনা পাইন, ওক গাছ গুলোকে জড়িয়ে ধরছিল বরফ মিলিয়ে যাচ্ছিল রডোডেনড্রনের রং। আমাকে থামাতে কারো চেষ্টার কমতি ছিলনা। আহা! পেয়ে গেছি এইতো সেই ‌‌‌‌'স্নো ক্যাপড পিক’ যেখানটা আধঘন্টা আগেও রোদ জ্বলজ্বলে ছিল ছিলো মিছিলের মত মানুষের সারি যেখানে পতাকা ওড়াবো বলে এতদিন ধরে গাড়িটাকে ছুটিয়ে চলেছি। যেখানে এতদিন ধরে মানুষের ভীড় আর ট্রাফিক জ্যামের কারনে আসা হয়ে উঠছিলোনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.