আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ট্যাগ করা ফটো টাইমলাইনে দেখানোর হাত থেকে বাঁচুন খুব সহজেই

হাফ ইঞ্জিনিয়ার অনেকের ফেসবুকের বন্ধুতালিকায় এমন কিছু বন্ধু-বান্ধব থাকেন যাদের কাজ হচ্ছে নিয়মিত বিভিন্ন অদরকারী কিংবা অপ্রাসঙ্গিক ছবিতে ট্যাগ করা। ফেসবুকে কোন ছবি কেউ ট্যাগ করলে সেটি নিউজফিডে দেখায় ফলে অপ্রাসঙ্গিক কিংবা অশ্লীল কোন ছবি ট্যাগ করলে সেটির কারণে অন্যদের কাছে অস্বস্তিতে পড়তে হয়। আবার সেই বন্ধুকে বন্ধুতালিকা থেকে মুছে ফেলাও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কিংবা আলাদাভাবে ট্যাগ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা যায় না। ফেসবুকের নতুন টাইমলাইন ফিচারে ছবি ট্যাগ করার পর রিভিউ সিস্টেম রাখা হয়েছে যাতে কেউ আপনার কোন ছবি ট্যাগ করলে সেটি আপনার অনুমোদনের জন্য নোটিফিকেশান হিসেবে আসবে। আপনার অনুমোদনের পরই তা টাইমলাইনে দেখা যাবে।

বলে রাখি এটা কিন্তু ট্যাগ দেওয়া বন্ধ করা যাবে না। শুধুমাত্র আপনার ফ্রেন্ডলিষ্ট এর বন্ধুরা আপনার অপছন্দনীয় ট্যাগকৃত কোন ছবি যাতে নিউজফিডে দেখতে না পায়। চলুন দেখে নিই কিভাবে এই সুবিধাটি চালু করতে হবে… প্রথমে ফেসবুকে লগিন করে উপরে ডানকোণায় থাকা মেনু থেকে গোপনীয়তা নিয়ন্ত্রন (Privacy Settings) এ যান। এবার Timeline and Tagging লেখা এর পাশে সম্পাদনা (Edit)লেখাতে ক্লিক করুন। নতুন একটি পপ-আপ মেনু পাবেন যেখানে নীচের চিত্রের মত একটি বক্স আকারে সেটিংস পাবেন।

ওখানে Review post friends tag you in before they appear on your timeline এর পাশে বন্ধ করুন (Disable) এ ক্লিক করলে নতুন একটি উইন্ডো পাবেন। একইভাবে স্ট্যাটাসে ট্যাগ রিভিউ এর জন্য Review tags friends add to your own post on Facebook এর পাশে বন্ধ করুন (Disable) এ ক্লিক করলে নতুন একটি উইন্ডো পাবেন। এবার নতুন খোলা বক্সটি থেকে চিত্রের দেখানো জায়গায় সক্রিয় করা (Enable) এ ক্লিক সিলেক্ট করে দিন। একইভাবে স্ট্যাটাসে ট্যাগের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যাস এবার ব্যাক করুন (Back) এ গিয়ে আপনার প্রোফাইলে ফিরে আসুন।

কাজ শেষ এখন থেকে কেউ আপনাকে কোন ফটোতে কিংবা স্ট্যাটাসে ট্যাগ করলে তা অনুমোদনের জন্য আপনার কাছে নোটিফিকেশান আকারে আসবে। সেখান থেকে টাইমলাইনে গিয়ে আপনি চাইলে সেটি অনুমোদন বা রিমুভ করে দিতে পারেন। লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকশিত। টেকস্পেটের এ সপ্তাহের জনপ্রিয় আরো কিছু পোস্টঃ ১। উন্মুক্ত করা হল প্রথম এংরি বার্ডস থিমপার্ক ২।

রাতের বেলা ব্যবহারের উপযোগী করে নিন আপনার ব্রাউজারকে ৩। অন্য এন্টিভাইরাস কেন ব্যবহার করবেন উইন্ডোজের নিজস্ব ফ্রি শক্তিশালী এন্টিভাইরাস থাকতে? ৪। রিলিজ হল আরো নতুন সব সুবিধা নিয়ে গিম্প ২.৮  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.