আমাদের কথা খুঁজে নিন

   

তোমার-আমার গর্ভে ঢেউয়ের প্রতিস্থাপন।

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা মেঘে মেঘে সংঘর্ষ, সংগম, সহবাস। অবিশ্বস্ত যোনীগর্ভে, তরল সমস্ত অনুভুতিবৃন্দ। শালিক দম্পতির নির্ঘুম কর্মময় রাত। তোমার মুখে আমার সিগারেটের ধোয়া। বৃষ্টি কণ্যাদের ডালি ভর্তি কুয়াশার ফুল।

রোদের বরযাত্রী, পূর্নিমা প্রা-ক্কালে খেকশিয়ালের বিয়ে। সুমুদ্র ছুতে গিয়েও ফিরে এল ব্রহ্মপূত্র। উপলক্ষ- তোমার-আমার গর্ভে ঢেউয়ের প্রতিস্থাপন। শাড়ির আচলে সেজেছে একঝাক জ্যোৎস্না পাখি। নির্বানের লোভে গৃহ হারা তরুনী সাপের ডিম।

তরুনির খোলস দিয়ে তোমার অন্তঃর্বাস। আমার মুক্ত করার চেতনায় তোমার বিপ্লবী উভয় সংকট। সতী দাহে দগ্ধি তোমার হাত অবশেষে ফিরে এসে, আমার রোমকুপে, মানষিক ঘামে, অনুচক্রিকায়- প্রবল আলোড়ন, তোমার শরীরে আমি সর্বভূক। নিঃশ্বাষের ঘ্রানে নিঃস্পন্দিত, তোমার নিল রঙের বুক। উতসর্গঃ নিজেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।