আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে নান্সির ডিভোর্স-------------

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা জনপ্রিয় গায়িকা নান্সি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এই খবরটি বৃহস্পতিবার থেকে মিডিয়া আর সামুতে জোড়ালো ভাবে প্রকাশ হয়েছে। খবরটি শুনে হয়তো অনেক নান্সি ভক্ত মেনে নিতে পারেনি। আবার অনেকে মিডিয়ার বাজার অনুসারে স্বাভাবিক ভাবে মেনে নিয়েছে। গত এক বছর অনেক টানাপোড়নে কেটেছে এই গায়িকার সংসার জীবন। নিজের একমাত্র মেয়েকে নেত্রকোণায় তার মায়ের কাছে রেখেছে।

সৌরভের (নান্সির স্বামী) সাথে বেশ বণিবণা হচ্ছিল না। কারন একটায় তার তা হচ্ছে নান্সির সংগীত। স্বামী সৌরভ বিষয়টিকে প্রথম দিকে সহজ ভাবে মেনে নিলেও তারপর বিভিন্ন কারনে সে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি। নান্সির সংগীত জীবনের বছর খানেকের মধ্যে তাদের সংসারের ফাটল ধরতে শুরু করে। নানা কারনে সৌরভ নান্সিকে সন্দেহের চোখে আরিপাত করে।

যেটা প্রত্যকটি মানুষের স্বাভাবিক প্রবিৃত্তি। তবে নান্সি কখনো ভাবেনি তার সংসার ভেঙ্গে যাবে। অনেক কষ্ট করে গত কয়েকমাস থেকে তাদের মধ্যে স্পষ্ট দুরত্ব তৈরি হয়। সৌরভ কারন হিসেবে নান্সির ফ্যামেলিকে বলেছে নান্সির সংগীত ত্যাগ করা। আর সংগীত ত্যাগ না করলে ডিভোর্সের হুমকি আসে।

অন্য কোন কারনের কথা সে বলেনি। সূত্র: নান্সির পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এর পর থেকে নান্সির সাথে তার সংগীত নিয়ে প্রায় ঝগড়া হতো। নান্সি বিষয়টিকে সমাধানের চেষ্টা করলেও সৌরভ অনড় ছিল তার সিদ্ধান্থে। অন্যদিকে আর একটি অবিশ্বত্ব সূত্র দাবি করছে সম্প্রতি নান্সির সাথে সংগীত অঙ্গনের আর এক জনপ্রিয় গায়কের সাথে বেশ সখ্যতা গড়ি উঠেছিল। আর বিষয়টি সৌরভ জানার পর থেকে নান্সিকে সাবধান করে দেয়।

আর এই কারন থেকে নান্সিকে সংগীত অঙ্গন থেকে সরিয়ে আসতে বলে সৌরভ। যদি সূত্রটি আরো দাবি করেছে নান্সির জনপ্রিয়তার সাথে ওই সংগীত গায়কের বেশ অবদান রয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত হিসেবে নান্সির কাছে দাবি রাখছি আপনি সংগীত গেয়ে চলুন তবে নিজের চরিত্র আর ব্যক্তিত্ব ধরে রেখে গুজব আর আজবকে েএড়িয়ে চলুন। উপহার দিন বাংলার শ্রেষ্ট সংগীত। সৌরভের যদি ডির্ভোসের কারন হয় ওই সম্পর্ক তাহলে সেটা বাদ দিয়ে নিজের মতো করে সংসার গড়ে তুলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.