আমাদের কথা খুঁজে নিন

   

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন হয়নি: মন্ত্রণালয়

Thu, May 24th, 2012 11:20 pm BdST ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন হয়েছে দাবি করে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও ওই তথ্যটি ঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করার কোনো পরিকল্পনাও সরকারের নেই।” ডিপে¬ামা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণিতে অবনমনের ‘পরিকল্পনার’ প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ হয়। কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এর মধ্যে সংঘর্ঘের পর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ২৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দিনভর সহিংস বিক্ষোভের পর রাতে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে ব্যাখ্যা দিল। সুবোধ ঢালী বলেন, “একটি ভুল তথ্যের ভিত্তিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ছাত্ররা সড়ক অবরোধ করে।” “সরকারের পক্ষ থেকে এ মর্মে অবহিত করা যাচ্ছে যে, সরকার এধরনের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীসহ সংশি¬¬ষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩২০ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.