আমাদের কথা খুঁজে নিন

   

ডিপ্লোমা ইন্ডিনিয়ার রা আবার ও ফাঁদে ।



আজ বাকাছাপ এর সিদ্ধান্ত আমাকে পুরোপুরি হতবাক করে দিয়েছে । এতবড় একটি ছাত্র সংগঠন কিভাবে এতবড় ভুল সিদ্ধান্ত গ্রহন করল । আমরা ডিপ্লোমা ষ্টুডেন্টরা গত কয়েকদিন যাবত্‍ নিজের জীবন বাজী রেখে যে দাবী আদায়ের জন্য লড়েছি । তারা মন্ত্রনালয়ের মৌখিক বার্তাকে বিশ্বাস করে এই আন্দোলন কে স্থগিত ঘোষনা করে দিল ? তারা কি অতীতের কথা ভুলে গেছে ? ভুলে গেছে কি যে গত ৩ বছর সরকার আমাদের বার বার আশ্বাস দিয়ে ও নিরাশ করেছে ? তারা কি ভূলে গেছে কেন আমরা সহিংসতায় জড়ালাম ? তার পরও কেন তারা আবার ও সরকার কে সময় ক্ষেপন করতে দিচ্ছে ? তারা কি ভুলে গেছে এই সরকারের মেয়াদ আর মাত্র ২৪ দিন । সেখানে ১৫ দিন সময় দেয়া মানে নিজেদের আবার ও অনিশ্চয়তার ঠেলে দেয়া ।

তার পর ও তারা আমাদের কে কোন যুক্তিতে ৩ তারিখে পরীক্ষায় বসার আহবান করে ! যেখানে আমাদের ৪শতাধিক ভাই আন্দোলন করতে গিয়ে জেলে বন্ধি ! যেখানে আমাদের সহাস্রাধিক ভাই আহত অবস্থায় হাসপাতালে । সেখানে আমরা কোন বিবেকে পরীক্ষায় বসব তাদের ছাড়া । এজন্য ই কি আমাদের ১৪জন ভাই জীবন দিয়েছে ? এই জন্য ই কি আমরা আন্দোলন করে পুলিশের মার খেয়েছিলাম ? এজন্য ই কি ভাই রা জেলে গিয়েছে ? এটা আমাদের জন্য নিরাশা ছারা কিছুই নয় । শিশির আহমেদ । সিভিল ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.