আমাদের কথা খুঁজে নিন

   

আপনি দাড়াইয়া থাকলে কমেন্ট করেন বইসা থাকলে লাইক দেন, শুইয়া থাকলে শেয়ার করেন আর টয়লেটে থাকলে কুনো কথা নাই

দিন শেষে বলি ভালো আছি। পর্থমে ফ্রেন্ড সার্চ, তারপর ইমকন শেয়ার তারপর পোক, তারপর ফার্ম ভিল মাফিয়া পকারের এর যুগ শেষ কইরা ফেসবুক এখন শেয়ার লাইক আর কমেন্ট এর দুনিয়া হইসে। ভাবসিলাম সিরিয়াস কিছু নিয়া লিখবনা। কিন্তু এই মুর্খতা দেইখা না লিখ্যা থাকতে পারলামনা। ফেসবুক এ এখন ফ্যান পেজ এর ছরাছরি।

ফ্যান পেজ এর নামে আবার আছে কিছু লুল পেজ, ১৮+ পেজ, সামাজিক সচেতনতা পেজ, খুচাখুচি পেজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি ঠিক জানিনা এইসব পেজ এর ছবি বা স্ট্যাটাস শেয়ার লাইক বা কমেন্ট দিলে পেজ এর এডমিন টাকা পায় কিনা! মনে হয় পায় নাইলে এমুন ফকিরের মত একটা লাইক দেন নাইলে কমেন্ট দেন নাইলে শেয়ার দেন এইরকম করে ক্যান। এদের কি মানুষের কাছে হাত পাত্তে শরম লাগেনা!!! এই এডমিন নামক গোত্র টারে কি বলব বুঝতেসিনা। হইত কোন সিরিজ পরতে ভাল্লাগে, কোন খেলোয়াড় ভাল্লাগে বা কোন জাইগা বা কোন ইভেন্ট তাই লাইক দিলাম তারপর শুরু হয় ঐ এডমিন নামক প্রানির অত্যাচার। পেজ এর টাইটেলের সাথে মিল নাই তাল নাই উলটা পালটা বাপ সারা পোস্ট দিয়া ভিক্ষা চাওয়া শুরু করে।

এই গুলার নিজের তো কোন ক্রিয়েটিভিটি নাই, বিদেশি ফ্যান পেজ বা ওয়েব সাইট থেকে বিভিন্ন পোস্ট মেরে দেয়। আবার সেই সব পোস্টে নির্লজ্জের মত নিজের পেজ এর নাম লিখতে কোন দ্বিধা করেনা। আরে বাপ অন্তত রেফারেন্স তো দ্যাও। তাও ভালো চলতেসিলো এরপর আসলো অদ্ভুত এক সময়। দেখা যাই সকাল বেলা পুনাম পান্ডের টুইটার থেকে ন্যাংটা ছবি শেয়ার এ দিয়ে দুপুর বেলা কাবা শরিফের ছবি শেয়ার এ দিতেসে সন্ধাই আবার জাকির নায়েকের ভাসন দিয়া রাতে চুমা চুমির ছবির সাথে টাইটেল "Kisses and good night to all"।

WTF!!! মানে আস্তিক নাস্তিক কারও কাসে ভিক্ষা নিতে বাদ রাখবেনা। আসলে এতেও মেজাজ টা খারাপ হইনাই। ঘটনা হইল তুমি বাবা মূর্খ হউ দোষ নাই কিন্তু এতবড় প্লাটফর্মে যেটা শেয়ার দিতেস সেইটা সত্য না মিথ্যা সেইটা জাচাই কইরা নিবানা?!! কিসুদিন আগে এক পেজ এ শেয়ার এ দিসে ভ্যালি অফ লাভ নাকি মানুষের বানান যা পিরামিডের আগে তৈরি এবং সাথে এক এমন ছবি দিসে যা দেখলে মনে হয় নিজের গালে নিজে চড়মারি। আরে বেটা শেয়ার যখন দিলাই তখন একবার গুগল এ সার্চ দিয়া জাইনা নিলে কি দোষ হইত নাকি গুগল এ যে সার্চ দিয়ে যাই এই জ্ঞান নাই!!! নিজে ফটোশপ এ এডিট কইরা একটা ছবি দিলে তাও খারাপ হইতনা, কিন্তু অই পেজ এর বাকি পোস্ট গুলা দেইখা বুঝলাম যে ফটোশপ চালানোর মত হেডাম উনার নাই। কিসুদিন আবার অনেক গুলা পেজ এর এডমিন একসাথে প্রচার করল ATM বুথ এ নাকি উলটা কইরা পিন দিলে পুলিশ এর কাসে আলার্ম চইলা যাইব।

ওহে মহান গাধাগণ পোষ্ট দেয়ার আগে একবার পুলিশ মামাগোরে জিগাইলেও তো পারতেন। আমি যদি পিন দেই ১২২১ তাইলে ওই পিন কি আপনি উলটায়া দিবেন না আপনার শ্বশুর আইসা উল্টাইয়া দিয়া যাইব? আরেকটা পেজ দেখলাম তার এডমিনের কাজ হইল পাকিশ্তানের আরেক পেজ থেইকা ডাইরেক্ট কপি পেস্ট মারা আমন কি পোস্ট গুলাতে পাকিস্তান বা উর্দু গুলা মুছে বংলাদেশ বা বাংলা লেখার কোন ইচ্ছাই তার নাই। এইটা দেইখা আমি সত্যি জুতা দিয়া মারসি --- নিজের গালে। সামান্য কমন সেন্স টুকুও কি নাই। মানলাম ইস্লামিক পোস্ট অনেক ভালো, তাইলে আরবি তে দ্যাও।

আরেক এডমিনের কান্ড দেইখা চউক্ষু কপালে তুলসি। রোনালদোর জুতা পরিস্কার করার জোগ্যতা নাকি মেসির নাই। মেসি কি তাইলে আপনার জুতা পরিস্কার করবে? আপনি যদি চান তাইলে আমি মেসিরে একবার বইলা দেখতে পারি। উনি খুবি সামাজিক, বলা যাইনা রাজি হইয়া জাইতে পারে আপনার জুতা পরিস্কারের প্রস্তাবে। কার সন্মন্ধে বলতেসে তার যোগ্যতা আর নিজের যোগ্যতা সন্মন্ধে কোন ধারনাই তার নাই।

পারসনালিটি বলতে একটা জিনিস যে আসে এই সব পোস্ট দেখলে মনে হয়না। আমি নিজে মেসির ফ্যান না কিন্তু তিন তিন বার বর্ষ সেরা ফুটবলার নিয়া একটা কথা এক সস্যাল নেটোয়ার্ক এ লেখার আগে অন্তত ভাবা উচিত যে আমি লিখতেসি সেই আমি কে আর যাকে নিয়া লিখতেসি সে কে? যদি এইসব পেজ গুলাতে এডমিনরা নিজেদের আঁকা কোন ছবি বা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে কোন পোস্ট দিত তাইলে আমি মনে করি এম্নে ভিক্ষা চাইয়া লাইক কম্মেন্ট বা শেয়ার পাওয়া লাগতনা। কিন্তু হেরা জ্যাম্নে চখে কালো কাপড় বাইন্ধা কপি পেস্ট এর খেলা করতেসে আর অবোধ মূর্খের মত পোস্ট দিতেসে তার নাম কি দেয়া যাই তাই বুঝতেসিনা। সব চাইতে দুঃখের বিষয় হইল তাদের এই খেলার কারনে খুব প্রিয় কোন কোন ব্যাক্তি, বই বা খেলোয়াড়ের উপর (যেগুলোতে আগে লাইক দিসিলাম) আনলাইক দিতে হইতেসে যা সত্যি নিজেরে কস্ট দেই। ব্রাজিল টিম রে আনলাইক দেয়া আমার জন্য খুব কঠিন।

আমি বলতেসিনা একেধারে সব পেজ এর এডমিনের একেই অবস্থা। অনেক এই হয়ত অনেক ভাল কিছু করতেসে কিন্তু অধিকাংশের অবস্থা বেগতিক। আমার মতে এই ফাত্রামি বন্ধ করার জন্য আসেন সবাই মিলে একসাথে সব গুলা পেজ বইকট করি। ভালো খারাপ সব। যারা শুধু টাকার আশায় এই জাতিয় ছাগ্লামি করে তারা তখন এই মাঠ ছাইড়া চইলা যাইব আর জারা সত্যি কিছু পারে বা জানে তারা তাদের পেজ নিয়ে থেকে যাবে কারন তারা নিজেদের জন্য সেই পেজ চালাবে।

যখন সব ছাগল মাঠ ছেরে চলে যাবে তখন আবার আমরা সত্যিকারের ভালো কিছু পোস্ট এ লাইক বা কম্মেন্ট দিতে পারব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।