আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফেসবুক স্ট্যাটাস কালেকশন: পর্ব ১ {{এলোমেলো পোষ্ট}}

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ ১. যেইসব ছবি দেখতাসি হরতালের তাতে মনে হচ্ছে আগামী বিশ্বকাপে পেপসির এডে বাংলাদেশের প্রত্যেক খেলোয়ারকেই একেকটা বিজ্ঞাপনে দেখা যাবে "হরতাল শট-১" "হরতাল শট-২" সিরিয়ারের সাথে!! ভাইরে তোরা মাঠে নাম, বাংলাদেশের বিশ্বকাপ পাইতে তাইলে আর বেশী দেরী নাই! (("মার ঘুরিয়ে"র হরতাল এডিশন দেখার পরের প্রতিক্রিয়া!)) ২. মনটা খুব খারাপ।

কিন্তু আবার ভালও! আজকে জিতুর বোনের বিয়ে হলো। জিতুকে কান্নাকাটি করতে দেখে খুব খারাপ লাগছে। আমারতো কোন বোন নাই, সারাজীবন বোনের ভালোবাসা থেকে আমি বঞ্চিত। জিতুর বাসায় আসা যাওয়া থেকেই আমি দেখেছি বোনের ভালোবাসা কি। তাই মন খারাপ।

। আর মন ভালোর কারণও আমার বোন না থাকা। জিতুতো তাও কান্নাকাটি করে মনকে হালকা করে হলেও তার বোনকে বিদায় দিতে পেরেছে কিন্তু আমার বোন থাকলে এই জীবন থাকতে আমি তাকে বিদায় দিতে পারতাম না! আমার কাছে এটা একটা অসম্ভব ব্যাপার! যাই হোক, বড় আপুর জন্যে অনেক শুভকামনা রইলো। তার দাম্পত্য জীবন সুখের হোক- এই প্রত্যাশাই করি। সবাই নতুন এই দম্পতির জন্যে দোয়া করবেন যেন তারা খুব খুব খুব সুখী হয়।

। :-) ((এই কিছুক্ষণ আগেই লেখা)) ৩. আমি নিশ্চিত হয়া বলতে পারি যে এবারের এইচএসসি পরীক্ষা চলাকালীন যে পরিমাণ হরতাল হইসে তাতে আগামী বছর বোর্ড পরীক্ষা সব সাপ্তাহিক ছুটির দিনেই নিবে! :লুল: ((গতকালকের স্ট্যাটাস)) ৪. - এই রিকশা, যাবে? : হ্যা যাবো - তাহলে যাও! হা হা হা... - - - - - কৃতজ্ঞতা: Kayesh Khan ((কোন এক ক্ষণে মীরাক্কেলের বাংলাদেশী প্রতিযোগী কায়েস খানের ফেসবুক হইতে সরাসরি কপি-পেস্ট!)) ৫. সোনা বউ শুনছোনি গো, সোনা বউ শুনছো নি? নিতে আইলে নায়র যাইবা নি। ও বউ গো বউ। সাড়ে ৩হাত মাটির ঘরে, বাসরটা দিবে সাজায়ে; যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই রজনী, সঙ্গে নাই তোর সোয়ামী; নিতে আইলে নায়র যাইবা নি।

। । । ? ((গানটার প্রেমে পড়ে গেছি)) ৬. তোমার চির-চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে, এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে। চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে; একবার, শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে।

। আসবেনা ফিরে তুমি জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য; হবে না মলিন। । । , হবেনা মলিন।

। । । । ।

((আমার অন্যতম প্রিয় গান)) ৭. Load-Shedding এর একটা সুন্দর বাংলা বানানো দরকার। "বিদ্যুৎ বিপর্যয়" কেমন হয়?? ((বিদ্যুৎ যেভাবে সারাদিন যা্ওয়া-আসা করে তাতে তাকে বিভ্রাট বলতে রাজী না আমি। তাই এই স্ট্যাটাস। । )) ৮. বাসা বদলাইতেসি আজকে।

পুরা ৬তালায় আইসা পরছি এইবার। আহা! কি বাতাস। । মনে হচ্ছে যেন আকাশের রাজ্যে আইসা পরছি। ;-) যেইদিকে তাকাই শুধু খোলা আকাশ দেখি।

((আশে-পাশে কোন বড় দালান নাই দেখে এই অবস্থা)) [[গতমাসে বাসা বদলানোর পরে নতুন বাসায় এসে প্রথম স্ট্যাটাস]] ৯. মাথা পুরাই গেসেগা। চোখ বন্ধ করলেই তেলাপোকারে টিকটিকির ডিম নিয়া সালফিউরিক এসিডে নাইচা নাইচা গোসল করতে দেখতাসি! পয়জন অব সাইন্স, কেমিস্ট্রি আজকা। (প্রথম পত্র) সবাই দোয়া কইরেন। । ঃ-| ((রসায়ন পরীক্ষার আগের রাত্রে মাথা-খারাপ হয়ে যা্ওয়া-পরবর্তী স্ট্যাটাস)) ১০. কখনো আকাশ বেয়ে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে; চোখ-ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়, আশে-পাশে আমি আর নেই।

আমার জন্য আলো জ্বেলোনা কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ; এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি; শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। । । -- প্রিয় অংশটুকু। ঃ-) ১১. শুনতেছি রবি, সোম নাকি আবারও হরতাল!? এইবার যদি হরতাল দেয় রে, সত্যি কইরা কইতাসি সব পোলাপাইনরে নিয়া মাঠে নামুম।

কিসের হরতাল কিসের কি! মজা নিতাসে নাকি আমাদের সাথে? একটার পরে একটা পরীক্ষা পেছানো হচ্ছে আর শেষে সবগুলা টানা একত্রে হচ্ছে। এই যদি হবে তাহলে এতো কষ্ট করে আন্দোলন করে আমরা রুটিন বদলাইলাম ক্যান! ((পরীক্ষার মধ্যে একের পর এক হরতালে ত্যক্ত-বিরক্ত হয়ে রচিত)) ১২. যতোদূর মনে পড়ে কোন এক বৃষ্টিপূর্ণ হরতালের দিনে বিন্পি নেত্রী বলেছিলেন, "বৃষ্টির হয়েছে মানে প্র্কৃতিও আমাদের সাথে চায় এই সরকারের পতন ঘটুক!" সেই লজ্জা থেকেই হয়তো গত ৩দিনে বৃষ্টির কোন খোঁজতো নেই'ই বরং তাপমাত্রা শুধু বেড়েই চলেছে, বেড়েই চলেছে! হাজার হলেও প্রকৃতি, কিছু লজ্জা শরমতো আছে! অবিলম্বে হরতাল বন্ধ করুন। আমরা বৃষ্টি চাই! ((গরমে হাস-ফাস করতে করতে লেখা স্ট্যাটাস। গতমাসে সিরিজ হরতাল চলাকালীন সময়ে রচিত)) ১৩. ডিঝুস মাইয়া ডিঝুস পোলারে কইতাসে, "তুমি আমারে কতোখানি বালুবাসো?" - সীমাহীন ঃ তাইলে তাজমহল বানাইতাসো না ক্যান? - জমি কেনা হয়া গেসে, অহন তোমার মরনের অপেক্ষায় আছি! ((মোবাইলে হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে আসা একটা এসএমএস এর এডিটেড ভার্সন)) ১৪. ১৭০টাকা দিয়া কেনা ১কেজি আইসক্রিম ডিপ-ফ্রিজে রাখা আছে গত ৩দিন ধইরা। এখন পর্যন্ত তাহা শক্ত হ-ই-লো-না! হায়রে বিদ্যুত।

। আইস-ক্রিমও খাওয়া লাগতাসে ওয়াটার-ক্রিম অবস্থায়। । । ঃ'( ((এটাও বিদ্যুৎ বিপর্যয়ের ফসল)) ১৫. When I get older, I'll be stronger; Then call me freedom, just like a wavin' flag... নতুন বাসার জানালায় পতাকাটা বিরতিহীনভাবে প্রায় ২৪ঘন্টা উড়ে।

পতাকাটাকে উড়ার মতো স্বাধীনতা দিতে পেরে খুব খুশী আমি। ((নতুন বাসায় উঠে লেখা)) ১৬. ঘন্টায় ঘন্টায় এমন কড়া লোডশেডিংএর পরেও আমি খুশী! কারণ? ঘন্টায় ঘন্টায় লোডশেডিংএর কারণে স্টার জলসা, জি বাংলা আর ইটিভি বাংলার সিরিয়াল-যন্ত্রনা থেইকা মুক্তি পাইসি! ঃ-পি ((বাঁচছি!)) ১৭. এয়ারটেল বর্জনের পরবর্তী পদক্ষেপ হিসেবে পরীক্ষার পর থেকে সকল এয়ারটেল নাম্বার থেকে প্রাপ্ত কলকে রিজেক্ট করা হবে, তা যতো গুরুত্বপূর্ণই হোকনা কেন। জনগণের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া অপারেটরের সাথে কোন আপোস নেই। । ((এয়ারটেলের উপরে বিরক্তি)) ১৮. সাগরকন্যার প্রেমে পড়ে গেলাম! ;-) ((আমাকে 'লুল প্রেমিক" ভাবিবেন না, "ক সেটকে" সাগরকন্যা বলা হয়্)) [[ক সেটে পাঙ্খা পরীক্ষা দিয়ে আসার পরের স্ট্যাটাস]] ১৯. যেইদিন এই দেশের ১৬কোটি মানুষ একত্রে সীমান্তে গিয়ে সারিবদ্ধভাবে দাড়িয়ে বলবে, "কর শালারা এবার গুলি! দেখি তোদের কতো বুলেট আছে।

। " সেইদিন "হয়তো" একপর্যায়ে বুলেটের অভাবে বিএসএফ সীমান্তে হত্যা বন্ধ করবে! [[সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতির পরপরই আরেক বাংলাদেশীকে হত্যার পরের স্ট্যাটাস]] ২০. পহেলা বৈশাখের পরে প্রতিবারই একটা ঘটনা ঘটে। যেই বড় ভাইদেরকে এবং বন্ধুদেরকে পান্তা-ইলিশের ছবি দিয়া ফেসবুকে বেশি পোস্টাইতে দেখি তাদেরকে আর পহেলা বৈশাখের পরের কয়েকদিন দেখা যায় না! ঃ-| পরে যখন জিগাই, "ভাই, আসেননাই কেন এতদিন্? কই ছিলেন??" তাহারা এতদিন "কোথায়" ছিলেন তা জানাতে খুব অনীহা প্রকাশ করেন্!! ((আর লেখুম্না, বুঝিতে পারিলে কমেন্টে জানান দেন্!)) [[আহেম....পহেলা বৈশাখের পর]] ------------ আশা করি বুঝতেই পারছেন ব্লগে অনিয়মিত থাকার প্রধান কারণটা। সব প্রেসার আপাতত ফেসবুকের উপর থেকেই যাচ্ছে। ;-) ফেসবুকে আছি এখানে: fb.com/tajulislam সবাই ভালো থাকবেন -হ্যাপি ব্লগিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.