আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে এখন কন্ডমের এড!! ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে সময়োপযোগি একটি স্বীদ্ধান্ত নেওয়ার জন্য।

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। আজকে সামু দুই ঘন্টা বন্ধ ছিল। মডুর কথা অনুসারে মেইন্টেইন্যান্স এর কাজে।

ভাবিয়াছিলাম নিশ্চই নতুন কোন ফিচার এড হইবে। তাই অধির আগ্রহে এই দুই ঘন্টা না ঘুমাইয়া,না কাজ করিয়া শুধু বসিয়া বসিয়া ভাবিয়াছি। কি সেই চমক, কি সেই ফিচার, কি সেই সুবিধা যা সামুতে আজ যোগ হইতে যাইতেছে। অতঃপর আমার সেই অপেক্ষার অবসান যদিও হইয়াছে কিন্তু চমক কাটে নাই । দিন দিন ১৮+ পোস্ট আর ট্যাগে যেখানে ১০ মাইনাস পোলাপাইনো মানষিকভাবে বিবাহ প্লাস হইয়া যাইতেছিল, তাহাদেরকে ও সমগ্র সামুবাসিকে রক্ষার নিমিত্তে মডুরা ঝুলাইয়া দিয়াছে কনডমের এড।

সাধু সাধু। এমনিতেই দেশে জনসংখ্যার হার বেশি। স্কুলে থাকতে পড়িয়াছিলাম গরীবের বিনোদনের একটি মূল সোর্স ১৮+ কর্মকান্ড। জনসংখ্যাবৃদ্ধির যাহা একটি বড় কারন। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাইতেছে দেশের সর্বাধিক সুবিধা সম্পন্ন নাগরিকেরা যাহারা অন্তর্জাল ব্যবহার করে তাহারাও অন্তর্জালে এইসব ১৮+ কর্মকান্ডকে নিজের বিনোদনের একটি উৎস হিসেবে ব্যবহার করিতেছে ।

সেই ঢেউ ফেবুর পর এখন সামুতেও লাগিয়াছে। এখন সামুতে কত শত ১৮+পোস্ট, ১৯+ কমেন্ট। আর এতে বাড়িয়া গিয়াছে শিক্ষিত শ্রেনির ১৮+ কর্মসূচির ব্যস্ততা। ইহার ফলে দেশের অশিক্ষিত গরিব শ্রেণির সাথে সামুর অভিজাত শ্রেনীর যে মিল বন্ধন হইয়া গিয়াছে তাহা কিভাবে রোধ করিবেন? নতুবা দেশে কোন শ্রেনীবিভাগো তো থাকিবে না? সামুই এক্ষেত্রে আগাইয়া আসিয়াছে। তাহারা শুধু পথ দেখায় নাই, কোন প্রডাক্ট ব্যবহার করিবেন তাহাও দেখাইয়া দিয়াছে।

ভেজালের এই যুগে আসল ও উতকৃস্ট মানের ১৮+ পন্য চিনিতে গিয়া আপনি নাকাল ?লজ্জা পাইতেছেন হেল্পান পোস্ট দিতে?এমনকি মাল্টী নিক ব্যবহার করিতেও ইতস্তত বোধ করিতেছেন? ভয় নাই। আপনার জন্যই সামু আগাইয়া আসিয়াছে। এখন আর কোন প্রবলেমে পরিতে হইবে না, যাহারই ১৮+ পোস্ট পড়িয়া অবস্থা বেগতিক হইবে, কোন চিন্তা না করিয়া সাথে সাথেই সামুর প্রেসক্রাইবকৃত পন্য ক্রয় করিয়া কর্মসম্পাদনে ঝাপাইয়া পড়িবেন নিশ্চিন্তে। শুনিয়াছিলাম ব্লগারেরা নাকি একবার ব্লগে রেজিস্টার করিলে ব্লগে আসক্তি ধরিয়া যায়। আজ তাহা প্রমান পাইলাম।

না হইলে সামু কর্তৃপক্ষ যেভাবে সামুর ব্লগারদের মনের গহিনে থাকা প্রয়োজনের কথা চিন্তা করিয়া দুই ঘন্টা ব্লগ বন্ধ রাখিয়া মানব থুক্কু ব্লগার কল্যানে কন্ডমের এড দিয়াছে তাহা সত্যিই প্রশংসনিয়, এটি অবশ্যই একটী যুগান্তরি পদক্ষেপ। দিন দিন জেনারেল ও বিভিন্ন শাস্তিমুলক কর্মকান্ডে সামুর ব্লগারেরা যখন অতিস্ট সামুর এই ব্লগার কল্যানমুলক পদক্ষেপ গ্রীস্মের এই দাবদাহে এক হিমেল পরশ তাই ব্লগার সমাজে এবারের দাবী, শুধু পন্যের বিজ্ঞাপনই নয়, এই পন্য ব্যবহারের টিউটোরিয়াল সমৃদ্ধ ভিডিও স্টিকি পোস্ট আকারে ঝুলাইয়া দেওয়া হোক। এতে অবশ্যই মডুদের অংশগ্রহন মাস্ট। (সামু একটি এসাইলামের নাম, সামহোয়ার ইন ব্লগের সাথে এর কোন মিল নাই (আপডেটঃ পাবলিকে দেখি এডারে ফান পোস্ট ভাবছে, আপচুচ, নিচে নতিজা দেইখেন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।