আমাদের কথা খুঁজে নিন

   

গান্ডু

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন এক অতৃপ্ত আত্মা আমি করি ভিক্ষা স্বর্গের দুয়ারে দুয়ারে এক বিন্দু তৃপ্তির স্বাদ নিতে; স্বর্গও চেনে না আমায়, করুণা হয়না দেবতার । ফিরে আসি বারবার, বিফল সে আশা! আমি এক নীড়হারা পাখি, নীড়ের খোঁজে উড়েছি বহুদূর, উড়েছি এ-আকাশ থেকে ও-আকাশে অবশেষে হয়েছি পেরেশান; বুঝেছি সাঁঝের শেষে- কিছু পাখি বাউন্ডুলেই থেকে যায়, কিছু মন না জুড়ায় কভু, নীড়ের আশায় ফেরার করার মাঝে শুধুই হাহাকার যেন! [দেবু ফরিদী]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।