আমাদের কথা খুঁজে নিন

   

পুরাই চরম অবস্থা (দুর্বল চিত্তরা ঢুকলে ভয় পাবেন) ও সহজিয়া তরিকা

আগে ভিডিও দেখেন ..................... গিগাবাইট খাওয়ার ভয় করবেন না চাচায় কি খেইল দেখাইল???????????????? সাইন্সল্যাব থেকে কাটাবন হয়ে শাহবাগ , সেখান থেকে টিএসসি ঘুরে আবার শাহবাগ এসে ডানে মোড় নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট রমনা হয়ে মৎস ভবনের সামনে দিয়ে কাকরাইল মজজিদ পর্যন্ত.................. হরতালের সময় এ ভিডিওটা করা হয়েছে। এটা মনে করাবেন না আমি চালিয়েছি বা ভিডিও করেছি। ফেবুতে বেশ কিছুদিন আগে দেখিছি। কিন্তু ক্লিক করে দেখা হয়নি । হঠাৎ করে দেখে ফেললাম।

চিন্তা করলাম কাক্কু একাই খেল দেখাইবে আর পোলাপানে বসে বসে আঙ্গুল চুসবে তাতো হয় না। সেজনই আগে ভিডিওটা দিয়ে এরপর সাহসী পোলাপানরে এভাবে চালানো সহজিয়া তরিকা বাতলাইলাম.................... হাত ছেড়ে চালানোর সহজিয়া তরিকা * আপনাকে আগে দুর্বল চিত্তের অধিকারী হইলে চলবে না , সাহসী হইতে হবে। হিম্মত থাকিতে হইবে। * একখান ভালো মটর সাইকেল লইতে হইবে। যেটা আপনি নিয়মিত চালান সেটা হইলেই ভালো ।

* নতুন মটর সাইকেল হইলে ভালো হয় , যেটার পিকআপ বাড়ালে বেশ কিছুক্ষন এক অবস্থায় থাকে। * মটর সাইকেল চালাইতে চালাইতে মটর সাইকেলটাকে খেলনার মতো বানাইতে হইবে। * মটর সাইকেলে শরীরের ভারসাম্যটা ঠিক রাখতে হবে। * একহাতে দীর্ঘসময় চালানো অভিজ্ঞতা থাকতে হবে। * রিক্সা , ভ্যান চলাচলালের রাস্তা বা যানজটের রাস্তায় চেষ্টা করা ঠিক হবে না।

* মটর সাইকেলের একটু পিছনের দিকে বসবেন। * পিকআপ কমে যাওয়া সম্ভবনা থাকলে হেলমেটটি পিকআপের উপরে দিয়ে রাখবেন। * তুলনামুলক বেশী সিসির গাড়ী নিবেন তাহলে ঘাড় বাঁকাবে না বা পড়ে যাওয়ার সম্ভবনা থাকবে না। * যখন গাড়ী সোজা চলতে থাকবে তখন দুহাত একসাথে আস্তে করে ছেড়ে দিবেন। * একসাথে বেশীক্ষন চেষ্টা করবেন না ধীরে ধীরে চেষ্টা বাড়াবেন।

* সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এক্সিডেন্টের ভয় থাকলে , চেষ্টা করবেন না , দুর্বল চিত্তরা চেষ্টা করবেন না খারাপ গাড়ী নিয়ে চেষ্টা করবেন না। সাবধান ....................... জীবনের দাম অনেক বেশী। আজকে সকালে আমার করা দুটো ভিডিও আমি কিন্তু সাবধানেই চালাই মাঝে মাঝে বিরক্তি তৈরী হলে একটু ব্যায়াম করি আর হাত পা কে রেস্ট দেই। বদ দিয়েন না কিন্তু ....................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।