আমাদের কথা খুঁজে নিন

   

যখনই কেউ রেগে যায় ,তখনই তার কাছে না থাকাই ভালো ।

প্রদীপ হালদার,জাতিস্মর। যখনই কেউ রেগে যায় ,তখনই তার কাছে না থাকাই ভালো । যখনই কেউ রেগে যায় ,তখনই তার কাছে না থাকাই ভালো । রাগ আর আগুন একই । কোনটাকে আলাদা করা যায় না ।

আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে শেষ করে । তেমনি রাগ মানুষের ক্ষতি করে । যখন কোন মানুষ রেগে যায় তখন পাশের মানুষের চুপ থাকা ভালো ,অন্যথায় সে কথা বললে , তার রাগ আরো বেড়ে যায় । তাই চুপ থাকা ভালো নয়তো স্থান পরিত্যাগ করা ভালো । প্রায়ই শুনি স্বামী স্ত্রীর ঝগড়া ।

দুজনার মধ্যে একজন চুপ থাকলে ঝগড়া আর বাড়ে না । তাই বলছি রাগকে দমন করতে হবে । আমাদের অনেক ক্ষমতা । অনেক শক্তি । অন্যের সাথে ঝগড়া করতে পারি ।

অন্যের জিনিষ কেড়ে নিতে পারি । কিন্তু লড়তে লড়তে ব্যর্থ হই- ক্ষুধার সাথে লড়তে গিয়ে , হারানো ভালোবাসা ফিরে পেতে গিয়ে , রাগকে দমন করতে গিয়ে , লোভকে সংবরণ করতে গিয়ে । অন্যের সাথে লড়তে পারি । কেবল পারি না নিজের সাথে লড়তে । নিজের সাথে লড়ে জিততে পারলে অন্যের সাথে লড়াই করার আর কোন প্রয়োজন নেই ।

তাই বলি কেউ রেগে গেলে তার কাছে আর থাকা নয়,সঙ্গে সঙ্গে স্থান পরিত্যাগ । রাগ মিটলে তবে চলে আসা । সেটাই ভালোবাসা । ভালোবাসা দুজনকে কাছে ডাকে । রাগ দুজনকে আলাদা করে ।

জীবনে সবচেয়ে প্রিয় - সময় । রাগ করলে সময় আর কাটতে চায় না । আর ভালোবাসা থাকলে সময় যে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।