আমাদের কথা খুঁজে নিন

   

আজকে না হয় ভালোবাসো , আর কোনদিন নয়

ইসলামিক জ্ঞান এর প্রসার, ধর্মীও অপব্যাখা দমন, কু সংঙ্কার এর মূল উৎপাটন এর লক্ষে পরিচালিত। কোন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত না। "শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে , দরজা খুলে দাও,থাকো আমার পাশে পাশে...আরে আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয়" গানটা শুনেছেন? আমার খুব প্রিয় একটা গান। এটাতে আমাদের মুসলিমদের প্রকৃত অবস্থা ফুটে উঠেছে। কিভাবে? আসুন দেখি।

পরিস্থিতি ১ঃ ঃশবে বরাত , শবে মিরাজ , ঈদী মিলাদুন্নাবি ইত্যাদি অনুষ্ঠানে মসজিদে উপছে পড়া ভিড়। ওজুর দীর্ঘ লাইন। মসজিদের প্রতিটি তালা ভর্তি । আলমারি থেকে সদ্য বের করা ভাজ করা পাঞ্জাবি ও মক্কা থেকে আত্বীয়ের দেয়া তুলে রাখা নামাজপাটি নিয়ে তসবি গুনতে গুনতে মসজিদ মুখরিত করে ধর্মপ্রাণ মুসলিমরা। টিভি তে লাইভ দেখানো হয় ধর্মপ্রাণ মুসলিমদের।

আলহামদুলিল্লাহ্‌। আজকে আল্লাহ্‌ অনেক খুশি। তাই না? পরিস্থিতি ২ ঃ উপরে উল্লেখিত দিনগুলির ২- ৩ দিন পর যোহরের নামাজ। যথারীতি মসজিদ খালি। একটা কাতার শেষ হয়ে দ্বিতীয় কাতার শেষ হবে হবে ভাব।

আজ মসজিদে মিষ্টির ব্যবস্থা নেই, দান গ্রহনের অতিরিক্ত রুমাল নেই। আছে কয়েকজন মুসল্লি। গায়ে হয়ত ভাজ করা পাঞ্জাবি নেই, দোকান খোলা রেখে ছুটে এসেছে, গা থেকে ওজুর পানি পরছে। নামাজ শেষ হয়। এক ভাই দারিয়ে জানায় আর কিছুক্ষণ মসজিদে থাকলে অনেক নেকী ও ফায়দা হবে ইত্যাদি।

অনেকেই বসে। বেশিরভাগ চলে যায় ব্যস্ত জীবনে। মসজিদ এক সময় ফাঁকা হয়ে যায়। বাইরে কোন টিভি চ্যানেলের গাড়ি নেই কারণ যারা নামাজ পরতে এসেছে তারা মিডিয়ার কাছে ধর্মপ্রাণ মুসলমান নয়। মিডিয়ার কাছে খালি জুম্মার নামায,শবে বরাত,শবে মিরাজ, মাজার পূজা,ঈদে মিলাদুন্নাবি উরস শরীফ ,ইজতেমাতে বেশি আগ্রহী মুসলিম = র্ধমপ্রাণ মুসলমান.....যদিও আল্লাহর কাছে না।

এখন গানটার লাইন গুলো আবার পড়ুন। "আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয় " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.