আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহু আজকে বিজয় দিবস। আজকে আমরা জিতছিলাম কিন্তু আমার মনটা অনেক খারাপ। দেখেন কারনটা আপনাদের সাথে কমন পড়ে কিনা (রি পোস্ট)

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। ইয়ায়ায়ায়াহুহুহুহু আজকে বিজয় দিবস। আমাদের ইতিহাসের সবচাইতে বড় জয় হইসিল ঐ দিনে।

কিন্তু আমি অনেক হতাশ। হতাশার কারন গুলি আপনাদের সাথে কমন যায় কিনা দেখেন হতাশ হবোনা কেন বলেন? আমি শিওর আপনিও হতাশ হবেন একাত্তর এর আগে এক পাকিস্তানীরা জুলুম করতো এখন কম বেশী জুলুম করে লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দলরা। একাত্তর এর আগে এক পাকিস্তানী আর্মিরা মানুষ হত্যা করতো এখন এখন কম বেশী মানুষ হত্যা করে লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল এর আর্মি অর্থ্যাৎ তাদের ছাত্র বাহিনীরা। একাত্তর এর আগে এক পাকিস্তানীরা দূর্নীতি করে আমাদের সব সম্পদ পাকিস্তানে নিয়ে যেত এখন লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল দূর্নীতি করে আমাদের সব সম্পদ নিয়ে যায় সুইস ব্যাঙ্ক, মিডেল ইস্ট, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়শিয়া তে। একাত্তর এর আগে পাকিস্তানীরা বাংলাদেশকে শাসন করতো নিজেদের আখের গুছানোর জন্য এখন লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় আমাদের শাসন করে নিজেদের আখের গুছাতে।

একাত্তর এর আগে পাকিস্তানীরা ছিল মিথ্যাবাদী এখন লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল জনগন এর সাথে অজস্র মিথ্যা আশ্বাস এর ফুলঝুরি ছিটায়। একাত্তর এর আগে পাকিস্তান আমলে জনগন এর জীবন যাত্রায়, ব্যাবসা বানিজ্যে সরকারের কাছে কোন সাহায্য সহযোগিতা পেত না। এখন ও লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল দ্বারা নির্বাচিত সরকারের আমলে জনগন এর জীবন যাত্রায়, ব্যাবসা বানিজ্যে সরকারের কাছে কোন সাহায্য সহযোগিতা পায় নাই। একাত্তর এর আগে পাকিস্তান আমলে অর্থনীতি, পররাস্ট নীতি, আইন শৃঙ্খলা, শিল্প ইত্যাদি সব কিছু ব্যার্থ হয়েছে। এখন ও লীগ,দল,জামাত ও অন্যান্য কিছু রাজনৈতিক দল দ্বারা নির্বাচিত সরকারের আমলে আমাদের অর্থনীতি, পররাস্ট নীতি, আইন শৃঙ্খলা, শিল্প ইত্যাদি সব কিছু ব্যার্থ হয়েছে।

একাত্তর এর পাকিস্তানীদের হারিয়ে বিজয় ই কি আমাদের শেষ বিজয়? আমাদের জনগন এর সার্বিক সমস্যা এর স্থায়ী সমাধান কি হয়েছে? সবাইকে আহবান করছি একাত্তর এর বিজয়ের মতো বিজয়ের নেশায় মেতে উঠুন। ঐ বিজয় ই শেষ বিজয় না। আমাদের আরো অনেক বিজয় প্রয়োজন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।