আমাদের কথা খুঁজে নিন

   

ঘাতকেরাই যেখানে চিত্রশিল্পী

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । অপারেশন সফল , তৃপ্ত মুখে , বীরদর্পে কাপুরুষদের প্রত্যাবর্তন , নির্জন , শুনশান নীরবতায় ভাস্বর খোলা , বিশাল প্রান্তরের ঘাস রক্তে রঞ্জিত হয়ে পুনরায় প্রতীক্ষা করে এরপর কার পালা ? কবে ? অবশেষে অন্ধকারাচ্ছন্ন রাত্রির সমাপ্তি , সকাল হয় ভীরু , নির্লিপ্ত দরজাগুলো খুলে যায় । আরো একটি লাশের মুখ বেয়ে রক্ত গড়িয়ে চলার পথে এসে থেমে জড় হয় , লম্বা হয় হাজার চুরাশীর মায়ের তালিকা । আগুনের আঁচ তীব্রতর হয় , দ্রোহের ডাক গাঢ় হয় সেই ডাক কানে মন্ত্র হয়ে বাজে , সেই আগুনের আঁচে তপ্ত সীসার সাথে সখ্যতা করা মানুষগুলো দৃড়প্রতিজ্ঞ হয় । এই নরককূন্ডে ঘৃন্য থেকে ঘৃন্যতর জন্তুগুলোকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে , কিন্তু হাজার চুরাশীরা নিরন্তর দৌঁড়ে বেড়ায় তারা জানে চলার পথ যখন শেষ হয়ে আসবে , তখনই শুট , অতঃপর শৈল্পিক হত্যা মর্ডানাইজেশনের সমার্থক এক্সট্রা জুডিশিয়াল কিলিং । জলপাই রঙের , সর্বাঙ্গ কালো পোশাকের বর্বরদের ‘ আব্বা ‘ ডাকতে যেই জাতির জিভ সুড়সুড় করে , সেখানে বর্বরেরাই একেকজন পিকাসো , এঞ্জেলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.