আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিকলেনে বৈশাখি মেলা, মুসলিম ব্রাদার্স মেলা হারাম

হট নিউজ আজ বাংলা টাউন ও আশে পাশে শুরু হয়েছে বৈশাখি মেলা। নাচ গান ছেলেমেয়ের অবাধ মিলামেশা। প্রবাসে এসব সংস্কৃতির ফলে অমুসলিমদের ধারনা হয় আমরা তাদের মত। তাদের নাচ-গান মদ আমাদের ইসলাম ধর্মে হয়তো প্রচলিত আছে। তাই এমন কিছু করা উচিত নয় তাদের মন্দ ধারনা জন্মে।

ইষ্ট লন্ডন মসজিদের এক অনুষ্টানে কাবা শরিফের সম্মানিত ইমাম আব্দুর রাহমান আল সুদাইসি বলেছিলেন, আপনারা অমুসলিম দেশে বাস করেন। তাই আপনাদের প্রতিটি কাজ ও চলাফেরা বিধর্মীদের কাছে ইসলামে গন্য মনে হবে। আপনার ইসলামের মডেল অমুসলিম দেশে। তাই এমন ভাবে চলতে হবে যাতে অনৈসলামি কোনকিছু তাতে স্হান না পায়। অত্এব মেলার মধ্য যতকিছু কিছু হয় কোন কিছুই ইসলাম সমর্থন করে না।

বরং অমুসলিমদের ইসলাম সম্পর্কে মন্দ ধারণা দেয়। এজন্য আমাদের ডাবল সাজা পেতে হবে। এক. ইসলাম বর্হিভূত কাজ করা। দুই. অমুসলিমদের জন্য ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার জন্ম দেয়া। সতর্ক হওয়ার শেষ সময় আজ।

মেলায় যাবেন না, মেলা হারাম। যারা এর আয়োজক তারা হাজার হাজার পাউন্ড কামাই করছে মেলার মাধ্যমে। তাই ধর্মের ব্যাপারে ধার ধারে না। কিন্তু আমরা সাধারণ মানুষ সেখানে আর্থিক ভাবেও লাভবান হচ্ছি না। তাহলে আখেরাতের জন্য এই ভয়াবহ আযাবের কাজ আমরা করব কেন? আমাদের কোন উভয়কালে কোন উপকার নেই।

আসুন সবাই মন্দ কাজ থেকে বাঁচি এবং বাঁচাতে চেষ্টা করি। আল্লাহ আমাদের নেক উদ্দেশ্য যেন কবুল করেন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।