আমাদের কথা খুঁজে নিন

   

সারা বছর আকাম কইরা বুড়া বয়সে হজ্ব কইরা হাজি হওয়া যায় না.... তবু ভাল যে তারা অসহায়দের পাশে দাড়িয়েছে।

বুসন্ধরা গ্রুপ তাদের স্লোগান দেশ ও মানুষের কল্যানে। আমরা সবাই জানি যে বসুন্ধরা গ্রুফ কত মানুষের ভিটা মাটি দখল করে তারা হাউজিং ব্যাবসা চালাচ্ছে ভবিষ্যতে আর ও কত করবে তার কোন ইয়ত্তা নেই। কত সাংবাদিকদের কে তারা গোপনে হত্যা করেছে তা মানুষের মুখে মুখে শোনা যায়। সাব্বির হত্যায় ও তাদের কিছুই হয়নি। গোপনে তারা কত নির্যাতন করেছে তার ও কোন হিসাব নেই।

একমাত্র যারা ভোক্ত ভুগি তারাই জানে। মাঝে মাঝে পত্রিকা খুলে দেখি অমুক হাউজিং কোম্পানি জমি দখল করেছে তমুক হাউজিং কোম্পানি জমি দখল করেছে । এটা এখন আমাদের দেশে প্রতিদিনের রুটিন হয়ে গেছে। সরকারের ও এ নিয়ে কোন মাথাব্যাথা নাই। আমরা এখন নিরুপায়।

তারা ব্যাবসা ভালই ধরেছে একদিকে মানুষের ভিটামাটি দখল করে অন্যদিকে তারা অসহায় মানুষদের কে সাহায্য করেছে। এটার শাস্তি হবে নাকি শান্তি হবে তা আমার জানা নাই। তারপর ও আমি বলব অসহায় মানুষদের পাশে অন্য কেউ সাহায্যে না আসলেও বসুন্ধরা গ্রুপ তো অন্তত এসেছে এটাই আমাদের শান্তনা। ঢাকা: একমাত্র সন্তান মেঘকে ঘিরেই সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছিল ছোট্ট সংসার। ওকে নিয়েই সুন্দর আগামীর স্বপ্ন বুনেছিলেন তারা।

কিন্তু নিষ্ঠুর ঘাতক কেড়ে নিয়েছে তাদের প্রাণ। মেঘ এখন একা। মা-বাবা হারানোর ৯৯তম দিন পার করছে সে। সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিয়োগান্তক ঘটনা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মনে নাড়া দিয়েছে প্রবলভাবে। মেঘের নিষ্পাপ মুখটি তাকে আবেগে আপ্লুত করেছে বারবার।

তাই তার প্রতি ভালোবাসার হাত বাড়িয়েছেন তিনি। শনিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মেঘের জন্য দেওয়া হয়েছে ১৫ লাখ টাকার চেক। বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের দোতলার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ চেক দেওয়া হয়। শুধু মেঘ নয়, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক বিভাস চন্দ্র সাহা ও শহিদুজ্জামান টিটুর পরিবারের হাতে দুই লাখ করে টাকার চেক এবং দুই কিডনি নষ্ট হয়ে যাওয়া জাতীয় প্রেসক্লাব কর্মচারী সোহেলের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। গত সোমবার এক বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান অসহায় ছয়টি পরিবারের জন্য বিভিন্ন অংকের অনুদান ঘোষণা করেন।

অন্য দুটি পরিবার হলো— ছিনতাইকারীদের কবল থেকে দুই নারীকে রক্ষা করতে গিয়ে নিহত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হযরত আলীর পরিবার ও খিলগাঁওয়ে বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় পুড়ে মারা যাওয়া বাসচালক বদর আলীর পরিবার। তাদের হাতে শিগগিরই সহায়তার অর্থ তুলে দেওয়া হবে বলে জানা গেছে। শনিবার দুপুরে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দ্য ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক জামিলুর রহমান, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহ‍াম্মদ আবু তৈয়ব, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান প্রমুখ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষে চেক তুলে দেন প্রধান অতিথি একে আজাদ চৌধুরী ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে একে আজাদ চৌধুরী বলেন, ``এটি অনুদান নয়, এটি বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতা।

আমাদের সমাজে বিত্তের অভাব নেই, অভাব শুধু চিত্তের। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিত্ত অনেক বড়। আর তাই তিনি দায়িত্ব মনে করে স্বত:প্রণোদিত হয়ে ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারসহ আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন। `` তিনি বসুন্ধরা গ্রুপের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া বিপন্ন মানুষের জন্য বসুন্ধরা গ্রুপের হাত সব সময় প্রসারিত থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

bashundhara group ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন বলেন, ``আজকের এই অনুষ্ঠানে সবাইকে ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হতে হয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। যারা তাদের স্বজনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। `` ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ``আপনাদের ব্যথ‍া আমরা কিঞ্চিৎ অনুধাবনের চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এটা বসুন্ধরা গ্রুপের অনেক ভালো উদ্যোগের একটি।

`` তিনি বলেন, ``সাংবাদিকরা যাতে ঠিক মতো তাদের দায়িত্ব পালন করতে পারেন সে উদ্যোগ নেবে বসুন্ধরা গ্রুপ। এছাড়া সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও ট্রাস্ট ফান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। `` বিপন্ন মানুষের পাশে বসুন্ধরা চলতি বছরের ৮ জানুয়ারি রাজধানীর কাকরাইল মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক দীনেশ দাস। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দীনেশ দাসের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসি বাসের চাপায় কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্র গুরুতর আহত হন।

পরে তার একটি পা কেটে ফেলতে হয়। এ অবস্থায় বিদেশে নিখিলের চিকিৎসার সব ব্যয়ভার নেয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের কল্যাণে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সাংবাদিক নিখিল। গত বছরের ২৭ মার্চ বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক পথিক সাহার স্ত্রী শিল্পী সাহা মনিকার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সুত্রঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.