বুয়েন্স এইরেস: বিশ্বকাপের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী ২ জুন ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্ব ও ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষ ম্যাচে মেসি, মারিয়া, আগুয়েরো ডাক পেলেও বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড কার্লোস তেভেস।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে রাজি না হওয়ায় ম্যানসিটির কোচ রবার্তো মানচিনির সঙ্গে দূরত্ব তৈরি হয় তেভেসের। কয়েক মাস মান-অভিমানের পর ইতালিয় কোচের সঙ্গে বনিবনা হয়ে যায় তার। এরপর সিটির জার্সি গায়ে মাঠে নেমে দারুণ পারফরমেন্স করেন।
চার দশক পর তাই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তার দল।
সিটির হয়ে ভালো পারফরমেন্স করলেও সাবেলার নজর কাড়েননি তেভেস। এছাড়া স্কোয়াডে ডাক পাননি ইন্টার মিলানের উইঙ্গার দিয়েগো মিলিতো। এরপরও চমক আছে সাবেলার দলে। প্রথমবারের মতো আর্জেন্টনার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন ডিফেন্ডার মাতিয়াস রদ্রিগেজ।
ব্রাজিল ও ইকুয়েডরকে তছনছ করতে আক্রমণভাগে সাবেলা রেখেছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও লাভেজ্জিকে। এছাড়া প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে আর্জেন্টিনার রক্ষণদুর্গের পাহারায় থাকবেন মাতিয়াস, জেকুয়েল ও জাবালেতা।
আর্জেন্টিনা স্কোয়াড: গোলরক্ষক সার্জিও রোমেরো, ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেস, হুগো কাম্পাঙ্গরো, জেকুয়েল গারি, মাতিয়াস রদ্রিগেজ, মার্কোস রোজো, পাবলো জাবালেতা, মিডফিল্ডার আঞ্জেল দি মারিয়া, ফার্নান্দো গাগো, পাবলো গুইনাজি, হাভিয়ের মাচেরানো, মাক্সি রদ্রিগেজ, হোসে সোসা, ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, জেকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি ও ইদুয়ার্দো সালভিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।