আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছেরা ডানা মেলে

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! ছন্দের পূর্ণিমা নেমে এসেছে এই ভরা অমাবশ্যার সন্ধ্যা লগনে অদ্ভুত তোমার রুপের আচলে বসন্ত। আমার দুরন্ত ইচ্ছেরা কেতন উড়িয়ে যায ঝাউ বনে হাওয়া পেতে অথচ তোমার ভালবাসা গাঙচিলের ডানায় ভর করে খুঁজে ফিরে সোনালী রোদ্দুর আমার অবুঝ ইচ্ছেরা আনমনে ভাবে আসছে শ্রাবনের বৃষ্টিতেই হবে বুঝি মেঘে মাটিতে মাখামাখি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।