আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ট্রাজেডী

.,,,,,,,,ইচ্ছেগুলি ইচ্ছে মত করছে উড়াউড়ি দেশের পুজিবাজারে গত বেশ কিছুদিন যাবৎ শুরু হওয়া নাটকের শেষ দৃশ্য উপভোগের অপেক্ষায় রয়েছে দর্শক। যেখানে উপভোগের চাইতে দীর্ঘশ্বাসই নিত্যসঙ্গী কেননা এর সঙ্গে জড়িত দর্শকরূপী লাখ লাখ সাধারন বিনিয়োগকারীদের ভাগ্য। যে ভাগ্য নিয়ে খেলা করছে রক্তপিপাসু পরিচালকরা এবং তাদের দালালরা যারা টাকার বিনিময়ে নিজেদের নৈতিকতাকে বিক্রি করতে সদা প্রস্তুত। দীর্ঘদিনব্যাপী অস্থিরতার যে কালো মেঘ সাধারন বিনিয়োগকারীদের মনের আকাশে ভিড় করেছিল সাময়িক ইতিবাচক ভাবধারা তাদের মনে স্বস্তির আভাস ফিরিয়ে আনলেও পরবর্তীতে উদ্যোক্তা পরিচালকদের করা অযৌক্তিক রীট সেই ভাবনাকে ধোঁয়াটে করে রেখেছে। সমাজের জোঁকশ্রেনীর প্রতিভূ এই সব পরিচালকদের ভাড়া করা আইনজীবিরা যারা জাতির কর্নধার বলে বিবেচিত তারাই টাকার লোভে রীটের পক্ষে অসহায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের পেটে পা রেখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে, আদালতে শুদ্ধভাষায় যুক্তিতর্ক উপস্থাপন করছে।অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, প্রায়শই টি.ভি খুললে তাদের চেহারা পর্দায় রঙিন হয়ে ওঠে যারা নাগরিক সমাজের হয়ে কথার ফুলঝুরি ছড়িয়ে টকশোকে মনোমুগ্ধকর করে তোলে। তাহলে কি এটা শুধুমাত্র তদের নিজস্ব প্রচারনা না কি এর পেছনেও রয়েছে অর্থের লোলুপ দৃষ্টি? তাদের এই প্রহসনের হাত থেকে জাতি কবে মুক্তি পাবে? এতকিছুর পরেও আশা করি মহামান্য আদালত জনস্বর্থের কথা বিবেচনা করে রীট খারিজ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.