আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারী শিক্ষকদেরকে জাতীয়করন করা হোক।

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! তাঁদের দীর্ঘদিনের জাতীয় করণের দাবিটি অত্যন্ত যুক্তিযুক্ত। বিভিন্ন সময়ে সরকারের মিথ্যা আশ্বাসে তাঁদের আজকের দাবিটি নিয়ে শহিদ মিনারে আসতে হল। এ পর্যন্ত দুই জন শিক্ষক মারা গেলেন। এর মধ্যে আবার একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকেই জাতীয় করন ঘোষণা দেওয়া হোক। তাতে কারে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের কঠোর কর্মসূচির হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের আওতাধীন হতাশ/নিরাশ কর্মকর্তা ও কর্মচারীগণ যাতে তাদের ন্যায্য পাওনা আদায় করতে আন্দোলনে যেতে না হয় সে দিকেও খেয়াল রেখে আশু সমাধান করা প্রয়োজন। নচেৎ তারাও আবার আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। তাই এ ব্যাপারে স্ব স্ব মন্ত্রণালয় ব্যবস্থা নিলে পরিস্থিতি স্বাভাবিক এবং সরকারের ভাব মূর্তি অক্ষুন্ন থাকবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.