আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের ডিডি আবু আহমেদ বরখাস্ত

নোয়াখালী ১৭মে: নোয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আহমেদের বিরুদ্ধে নির্যাতিত শিশু ও কর্মচারীদের অভিযোগ নিয়ে নোয়াখালী নিউজ ডটকম ডট বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সমাজসেবা মন্ত্রণালয়, ঢাকা-এর এক আদেশে ডিডি আবু আহমেদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস ১৭ মে ২০১২ তারিখের ইস্যুকৃত একটি চিঠিতে এ আদেশ দেন। চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় শিশু পরিবারের নিবাসে বসবাসকারী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ সমাজসেবা অধিদপ্তরের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। চিঠিতে ডিডি আবু আহমেদের এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫’র পরিপন্থী এবং উক্ত বিধিমালার ৩(বি) বিধি অনুসারে ‘অসদাচরণ’ এর সামিল ও গুরুদন্ড প্রদানযোগ্য অপরাধ উল্লেখ করে একই বিধি’র ১১(১) মোতাবেক চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, ডিডি আবু আহমেদের বিরুদ্ধে নোয়াখালী সমাজসেবা কার্যালয়ে যোগদানের পর থেকে সরকারি শিশু পরিবারের মেয়েদের এবং অধিনস্থ মহিলা কর্মচারীদের যৌন হয়রানি, কর্মচারীদের ইচ্ছামত বদলী, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

এছাড়া তার এসব অপকর্মে সদর ইউনিয়ন সমাজ কর্মী সামছুদ্দিন, ফরিদা আক্তার, সুলতানা রিজিয়ার মদদদানের অভিযোগ রয়েছে। ডিডি আবু আহমেদকে বরখাস্ত করায় নির্যাতিতরা সস্তুষ্টি প্রকাশ করছে। নোয়াখালীনিউজ/এসইউ নোয়াখালীতে প্রাইম হাসপাতালে দেশ টিভি সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নোয়াখালী ১৭মে: দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিন এর নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন সোহাগ মাইজদী প্রাইম হাসপাতালের চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগীদের সাথে মারামারি ও খারাপ আচরণের খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলে প্রাইম হাসপাতালের মালিক মাহবুব এর লালিত সন্ত্রাসী ও কর্মচারীরা সাংবাদিক আকবর হোসেন সোহাগের ওপর ক্ষিপ্ত হয়ে শারিরিকভাবে লাঞ্চিত ও অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে দোষীদের বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা প্রথমে মানববন্ধন করে।

পরে মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মানববন্ধনে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, দৈনিক নয়া সংবাদের সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, চ্যানেল ২৪ এর মেজবাউল হক মিঠু, চ্যানেল আই এর বিজন সেন, সময় টিভির সাইফুল্যা কামরুল, বৈশাখী টিভির জামাল হোসেন বিষাদ, ইনডিপেনডেন্ট টিভির আবু নাছের মঞ্জু, বিকাশ সরকার, ইসলামিক টিভির তাজুল ইসলাম মানিক, আরটিভির মনির হোসেন বাবু, আব্দুল হান্নান বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম ও পুলিশ সুপার হারুন উর রশিদ হাজারীর কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য : গত মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন কালে আকবর হোসেন সোহাগকে মাইজদী শহরের প্রাইম হাসপাতালের মালিক মাহবুব এর কতিপয় কর্মচারি ও কতৃপক্ষের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা শারিরিকভাবে লাঞ্চিত ও হামলা করে।

এ ঘটনায় হাসপাতালের ম্যানেজার মোঃ সুমন, হিসাব রক্ষন কর্মকর্তা মো: সেলিম, কর্মচারী কবির ও সুফিসহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতে পুলিশ হাসপাতালের ম্যানেজার মোঃ সুমনকে গ্রেফতার করে। সোহাগ অসুস্থ অবস্থায় বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত ২৯শে এপ্রিল বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় দৈনিকে চিকিৎসা সেবা অবহেলার অভিযোগে রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে হামলাও ভাংচুর এর সংবাদ ছাপা হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রাইম হাসপাতালের লালিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একাত্বতা প্রকাশ করেন, বিভিন্ন আইনজীবি, রাজনৈতিক নেতা কর্মী, মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগন। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতেদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।