আমাদের কথা খুঁজে নিন

   

গনত্রান্তিক ভাবে একটি শিশু হত্যা।

চাই না আর গণতন্ত্রও নামের দুই মহিলার বেশ্যতন্ত্র। ভাই আমি প্রবাসী আজকে আমি এমন এক ঘটনার সাক্ষী যা আমি কনোদিন ও ভুলতে পারবো না। আমার এখানে আমার পাশের ফ্ল্যাট এ এক বাংলাদেশি থাকে গতকাল রাত এ ওনার একটা ছেলে হয় দেশের বাড়িতে। ছেলের জন্ম হয় পঞ্চগড় এ কিন্তু শিশুটির শারীরিক অবস্থা খার থাকায় শিশুটি কে আজ ভোরবেলা দুরুত রংপুর মেডিকেল কলেজ এ নেয়ার জন্য বলা হয় কিন্তু হরতাল কারীরা তাদের আটকে দেয় এবং পর্যাপ্ত চিকিৎসার অভাব এ শিশুটির মারা যায়। এখন এ দায়ভার কার আমরা কি এ জন্যই নিজেদের রক্ত পানি করে দেশের রেমিটেন্স বাড়াই। শেখ হাছিনা খালেদা জিয়া যে যখনি বিরোধী দল এ ছিল প্রত্যেকেই হরতাল এর মাধ্যমে নিজেরদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। যে গনতন্ত্র ব্যক্তি স্বার্থে পরিচালিত থু ওই গ্নত্রন্ত্রের মুখের ওপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।