আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যময় দিনরাত

সকাল ঘুমিয়ে আছে শিশির জলকনা মেখে সূর্যোদয় দেখবো বলে তাকিয়ে ছিলাম দিগন্ত রেখায় আজ আর জাগবে না দিন হেমন্তের কুয়াশা বুকে ঘুমাবে ধূসর জলছাপ বেঁধেছে রঙিন বন্দনা সূর্যের । আমিও ঘুমাবো আজ উষুম উমে ডুবিয়ে শরীর। কালরাত ছিল বারোয়ারী। তোমাদের মুখের বদখত ঘ্রান মেনেছি শরীরে, মেনকা উর্বসী কে তোয়াক্কা করে মুখে মুখে যত রাজা উজির মারা! লীলাবাই, মধুবতি শেষ মেষ এই তো গন্তব্য উত্থানের স্খলন শেষে ক্লান্ত শরীর টেনে ক্ষয়ে যাওয়া বিড়ি ফুঁকতে ফুঁকতে চলে যাওয়া আয়েসি ঘরে। ব্যথায় টাটায় স্তন বোঁটা, চিটচিটে উড়ু–সন্ধী তবু আমি কাজল টানা চোখে আজ আপনমনে দেখতে চেয়েছিলাম দিগন্তে সিঁদুরের টিপ, আবির গোলানো জল আকাশের ক্যানভাসে এটুকু সুখ সেও কুয়াশার চাদর ঢেকে নিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.