আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানেজিং সামথিং

বাংলাদেশে চলাচলকারী সকল বাস,ট্রাক, মিনিবাস,মাইক্রোবাস সহ সকল পাবলিক পরিবহন গুলোর মধ্যে কতটির সমস্ত কাগজপত্র ঠিক আছে তা বলা মুশকিল। কারন সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে, প্রায় ২৫% চালকের কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স নাই। তা ছাড়া চলাচলকারী প্রায় অর্ধলক্ষাধিক গাড়ির কোন ফিটনেস সার্টিফিকেট নাই যা ছাড়া রাস্তায় চলাচল করা অবৈধ। কিন্তু আমাদের মাননীয় পুলিশ বাহিনী ও বিআরটিএ-এর কিছু অসাধু লোকজনের কারনে এইসব গাড়ি অবাধে চলতে পারছে। যাদের এসব অবৈধ কাজ দমন করার কথা তারাই এসব কাজে সহায়তা করছে নগদ নারায়নের বিনিময়ে।

তাই দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে প্রায় ৩ হাজার মানুষ। আর এ কাজের জন্য যারা দায়ী তারা দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছে অথচ সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। আমাদের সরকার কোমড়ভাঙ্গা সরকার । এ সরকার আমাদের ইলেকট্রিসিটি দিতে পারছে না, পানি দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না কিন্তু দিতে পারছে দুর্নীতিবাজ কিছু সরকারি কর্মচারী ও কর্মকর্তা যারা নিজেদের আখের গুছানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই মনে করে না। তাই সরকার কি করবে তার দিকে তাকিয়ে থেকে কোন লাভ হবে না।

আমাদের অর্থাৎ আমজনতাকে রাস্তায় নামতে হবে। করতে হবে আন্দোলন, তাহলে যদি সরকারের টনক নড়ে। তা না হলে প্রতি বছর একটি খাতে এরকম ৩ হাজার লোক মৃত্যুর কোলে ঢলে পড়বে সাথে সাথে আরও খাত থেকে ঝরে পড়বে আরও না জানা অনেক মানুষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।