আমাদের কথা খুঁজে নিন

   

কি নাম দেওয়া যায়??

যা হচ্ছে ভালোই হচ্ছে...যা হবে ভালোই হবে... প্রজাপতি, না জিগাসে কেমন করে বাগানে তুমি এলে? কোন সাহসে ওই গোলাপের রেণু পায়ে নিলে? সাতরঙের ওই ডানা দিয়ে মুগ্ধ করে গেলে, রেণু দিলেম, মধু দিলেম, কই গেলে না বলে? আর কিছু নয়, আলতো ছোয়াঁয় একটুকু রঙ নেবো, খুব বেশি না, ওই রঙ্গেতেই রংধনু বানাবো। ওই উপরের ওতো বড় রংধনু কি পাবো? পেয়ে যদি যাই তোমার কাছে কোন সাধেতে যাবো? চার ডানার হে প্রজাপতি, আমায় সাথে নেবে? সাতরঙের ওই চারটি ডানা আমায় বেঁধে দেবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।