আমাদের কথা খুঁজে নিন

   

ই-মেইল ও মোবাইল নম্বর সংক্রান্ত সাহায্য চাচ্ছি

Sometimes distance is required to feel the person more intensely.. অনেকদিন আগে সামুতে দুইটা পোস্ট দেখেছিলাম। তার মধ্যে একটা ছিল কিভাবে কম সময়ের মধ্যে অনেকগুলো ইমেইল আইডি একবারে খোলা যায় (সম্ভবত ২/১০ মিনিটে ১০০ বা এরকম কিছু)। আরেকটা দেখেছিলাম কি একটা ওয়েবসাইট যেন আছে যেখানে মোবাইল নম্বর লিখে দিলে ওই নম্বর ব্যবহারকারী কোথায় আছে তা জানা যায়। তখন পোস্ট গুলো প্রিয়তে নেয়া হয় নি। আর কে দিয়েছে তাও মনে নেই।

আউটসোর্সিং সংক্রান্ত একটা কাজে অনেকগুলো ইমেইল আইডি খুলতে হবে আমার। কিন্তু সময় খুবই কম। তাই ওই পোস্ট বা এই ধরণের কোন পোস্ট অথবা ট্রিকস জানা জরুরী হয়ে পড়েছে আমার জন্য। আরেকটা সমস্যা ফেস করছি গতকাল থেকে। গতকাল দুপুরে গোসল করে এসে দেখি মোবাইলে একটা অচেনা এয়ারটেল নাম্বার থেকে মিসকল এসেছে।

ওই নম্বর থেকে বেশ বিরক্ত করছে ২দিন যাবত। তার সম্পর্কে কোন তথ্য দিচ্ছেনা। তবে আমার সম্পর্কে নাড়ী নক্ষত্র প্রায় সবই জানে (এডুকেশনাল ইনফো)। বারবার বলছে আমাকে ভালবাসে। কিন্তু না তাকে আমি চিনতে পারছি, না সে আমাকে তার সম্পর্কে কোন তথ্য দিচ্ছে।

শুধু একটা কথাই বলেছে সে আমার ভার্সিটি (ঢাবি) তেই পড়ে। এটা সম্ভবত সত্যি কথাই। কারণ আমার ভার্সিটিতে না পড়লে সে যেই তথ্যগুলো জানে তা জানা সম্ভব হতো না। আমার সন্দেহ সে আমার ডিপার্টমেন্টেই পড়ে অথবা এখান থেকেই মাইগ্রেশন করেছে অথবা কোন জুনিয়র মেয়ে। তাই ওই ওয়েবসাইটটা পেলে অন্তত: তার লোকেশনটা জানা যেত।

পাঠকদের কাছে আন্তরিক সাহায্য কামনা করছি এই দুইটি ব্যাপারে যাতে করে সমস্যাটা দ্রুত ওভারকাম করতে পারি। প্লীজ, কোন পোস্টের বা ওয়েবসাইটের লিংক যদি থাকে আপনার কাছে তবে সেটা শেয়ার করে হেল্প করুন। আর যদি মেইল করে জানাতে চান তবে মেইল করুন নিচের এড্রেসে। ধন্যবাদ। ভাল থাকুন সবাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.