আমাদের কথা খুঁজে নিন

   

ইমেইল ক্রাইম !!!

দিগন্ত

লটারিতে মিলিয়ন ডলার জিতেছেন! এমন সুখবর বার্তা হয়তো সবার ইমেইলেই আসে। কিন্তু কেউ কি পেয়েছেন লটারির সেই মিলিয়ন ডলার? আমার জানামতে কেউ সেটা পায়নি বরং অনেকেই সেই মিলিয়ন ডলার পেতে গিয়ে উল্টো হারিয়েছেন নিজের ব্যাংক একাউন্টের সব টাকা। এরকম যদি কোন প্রস্তাব পেয়ে থাকেন তাহলে ধরে নিন, এই লটারি জেতানোর লোভ দেখিয়েই আপনার যাবতীয় তথ্য কেউ সংগ্রহ করছে। ঘটনাটা কীভবে ঘটে? প্রথমত আপনি লটারি জিতেছেন এমন একটি মেইল পেলেন এবং খুব শীঘ্রই আপনার নাম ঠিকানা সহ তাদের ইমেইলে যোগযোগ করতে বলা হলো। আপনি উত্তর পাঠালেন।

ধন্যবাদ জানিয়ে তারাও একটি উত্তর পাঠাবে এভাবে যে, আপনার প্রাপ্য অর্থগুলো তারা দিতে চায়। আপনি সরাসরি এসে নিয়ে যাবেন নাকি আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে। আপনি হয়তো ঝামেলা এড়াতে স্বাভাবিকভাবেই চাইবেন অতদূরে না গিয়ে টাকাগুলো ব্যাংক একাউন্টেই আসুক। সেই অনুযায়ী হয়তো মেইলের উত্তর দিলেন, টাকাগুলো আপনার একাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আপনার এমন একটি ব্যাংক একাউন্ট চাইলো যে একাউন্টে ইন্টারনেটে লেনদেনের সুবিধা আছে।

আপনি দিয়ে দিলেন ব্যাংক একাউন্ট নাম্বার। এরপর হয়তো বেশ কিছুদিন তারা আর ইমেইল পাঠাবে না। কারণ তারা চেষ্টা করছে ব্যাংক একাউন্টটি হ্যাক করা যায় কিনা। যদি তারা আপনার একাউন্টের পাসওয়ার্ড ভেঙে ফেলতে সক্ষম হয় তবে ধরে নিন কোনদিনই আর তারা মেইল পাঠাবে না। তবে এর মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তা হলো আপনার একাউন্ট টাকা পয়সা সব হাওয়া হয়ে যাবে! আর যদি একাউন্ট পাসওয়ার্ড ভাঙতে না পারে তবে আবার মেইল পাঠাবে যেখানে বলা থাকবে “আইনি জটিলতার কারণে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না।

আপনি আমাদের এখানে আসুন। “ পাশাপাশি সেখানকার দুএকজন উকিলের ঠিকানাও দিয়ে বলবে আপনি ভরসা না পেলে প্রয়োজনে উক্ত উকিলের মাধ্যমে আসতে পারেন। এরপরও আপনি লোভ সংবরণ করতে না পেরে যদি চলে যান তবে বঝুতেই পারছেন ঘটনাটা কী ঘটতে পারে! উপরের বর্ণনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তুলে ধরা হয়েছে। তবে অনলাইনে প্রতারণার পরিধি এর চেয়েও ব্যাপক ও ভয়াবহ হতে পারে। কিন' প্রশ্ন থাকতে পারে আপনার ইমেইল ঠিকানা তারা জানলো কীভাবে? খুব সহজ ব্যাপার।

এমন কিছু সফটওয়্যার আছে যার কাজই শুধু ইমেইল ঠিকানা খুঁজে বের করা। আর যারা এই ধরনের প্রতারণা করে থাকে তাদের নিজস্ব একটি ইমেইল সার্ভারই থাকে। যে সার্ভারে থাকা একটি বিশেষ প্রগ্রাম সর্বক্ষণ বিভিন্ন ইমেইল ঠিকানা খুঁজে নিজে নিজেই সবাইকে মেইল পাঠাতে থাকে। আবার এদের ইমেইলকে শনাক্ত করাও যায় না। কারণ এরা কিছু টেকনিক (হিডেন আইপি) ব্যবহার করে যাতে তাদের সার্ভারের অবস্থান কিংবা তাদের ইন্টারনেট ঠিকানা জানা যায় না।

ফলে এসব প্রতারকদের সহজে খুঁজেও পাওয়া যায় না। এতে গেল মেইল আদান প্রদানের ক্ষেত্রে। কিন' এমন কিছু প্রতারক আছে যারা আড়ি পেতে থাকে শুধু বিভিন্ন জনের মেইল পড়ার জন্য। গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মেইল চুরি করে তার তথ্য হাতিয়ে নেওয়াই এদের কাজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.