আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ে পাকিস্তান, আহমদ ছফা এবং পল্লীকবি জসীমউদ্দিন

যে মুখ নিয়ত পালায়......। । ব্লগে/আনলাইনে কয়েকদিন ধরে হুমায়ুন আহমেদের দেয়াল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ধারণা করি সামনে আরো হবে। চীনের গ্রেট ওয়াল, ফেসবুক ওয়ালের পর এই দেয়াল ই হতে যাচ্ছে আরেক পরিচিত ওয়াল।

এরকমই মনে হচ্ছে। হুমায়ুন আহমেদের সমালোচনা করতে গিয়ে অনেকে এনেছেন জ্যোস্না ও জননীর গল্প উপন্যাসের কথা। এবং সেখানে কোন এক চিপায় বর্নিত সাত মার্চের ভাষণের “জিয়ে পাকিস্তানের” কথা। হুমায়ুন আহমেদ নাকী ওই উপন্যাসে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের ভাষণের শেষে জিয়ে পাকিস্তান ও বলেছিলেন। এরকম সমালোচনা পড়ে মনে হল জিনিসটা আরো কোথায় যেন দেখেছি এবং সেটা আহমদ ছফার কোন প্রবন্ধ।

রচনাবলী প্রথম খন্ড নিয়ে বসলাম। রাজনৈতিক অরাজনৈতিক প্রবন্ধঃ মহাসিন্ধুর কল্লোল এই প্রবন্ধেই থাকার কথা। কিন্তু জিয়ে পাকিস্তান খুঁজতে গিয়ে আরেকটা জায়গায় আটকে পড়তে হল। আগে যখন পড়েছি জিনিসটা তেমন চোখে পড়ে নি। এবং যেহেতু লাইনগুলো পল্লীকবি জসীমউদ্দিন নিয়ে তাই যথেষ্ট অবাক হলাম।

রাজনৈতিক অরাজনৈতিক প্রবন্ধঃ মহাসিন্ধুর কল্লোল প্রবন্ধ থেকেঃ "আমাদের আড্ডাটি ছতভঙ্গ হয়ে গেল। আমরা ছাড়া ছাড়া ভাবে বসতে লাগলাম। কখনো নারিন্দায় রফিক সন্ন্যামতের বোনের বাড়িতে। অবশ্য এখন তিনি সেরবানিয়াত লেখেন। শেখ মুজিবের ভগ্নিপতি রব সেরবানিয়াতের চাচাত ভাই।

ওই বাড়িতে ছিল কবি জসীম উদ্দিনের নিয়মিত আনাগোনা। নারিন্দা গৌরিয় মাঠের বিপরীতে রফিকদের চিলেকোটাটি সকলের জন্য উন্মুক্ত ছিল। ছন্নছাড়া,হাRড় হাভাতে কবি, লেখক,গায়ক শিল্পী রাজনৈতিক কর্মী যেযখন ইচ্ছে ঘুমিয়ে থাকতে, আড্ডা দিতে এমনকি নির্বিবাদের ঝগড়াঝাটি করে যেতে পারত। শুধু খেয়াল রাখতে হতো কবি জসীমউদ্দিন সাহেব আছেন কি না। কবি সাহেব থাকলে একটু অসুবিধে হতো।

কবি সাহেবকে আমরা ঠিক পছন্দ করতাম না। আধুনিক কবিতার প্রতি তিনি বিরুপ ছিলেন এটাই একমাত্র কারণ নয়। সুদর্শন কিশোরদের প্রতি কবির অনিভূতির কথা আমরা জানতাম। সেসব কথা থাকুক। " জসিম উদ্দিনের এই ব্যাপারটি অজানা ছিল।

পড়ে পুরাই টাশকিত হয়েছি। আর জিয়ে পাকিস্তান নিয়ে তিনি বলেছেন “একটা কথা বলি শেখ সাহেব যে ভাষণ দিয়েছিলেন তাতে জয় বাংলার সঙ্গে সঙ্গে জয় পাকিস্তান শব্দটিও উচ্চারণ করেছিলেন। এখন এই ভাষণ নিয়ে বিতর্ক বিতন্ডা চলছে। আমি এত ছোট মানুষ। আমাকে স্বাক্ষ্য দিতে কেউ ডাকবে না।

আমি যেমন শুনেছি তেমনি বললাম। হতে পারে আমার শ্রুতির বিভ্রম ঘটেছিল। ” হুমায়ুন আহমেদ তার জিয়ে পাকিস্তান মনে হয় এখান থেকে নিয়েছেন। হতে পারে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.