আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন হয়ে উঠুক এক একটি মা দিবস, বলুন কেন নয়?

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই আজকে বিশ্ব মা দিবস, মাকে সবাই ভালবাসি বলবে, মাকে কিছু উপহার দিবে। মাকে নিয়ে ঘুরতে যাবে! জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু খাবে। মাকে নিয়ে ব্যস্ত সবাই আজ, সব মাকে নিয়েই সবার যেন এক অতি অসাধারন দিন আজ! যাদের মা নেই তারা মায়ের স্মৃতি মনে করে নিরবে মায়ের জন্য ভালবাসা প্রকাশ করছে। মাকে নিয়ে কত আয়োজন! মা আজ হাসিতে উদ্ভাসিত হবে, এই ভেবে সবাই আনন্দিত, মায়ের সন্তানেরা তার বুকে ফিরে আসবে আজ! মায়ের জন্য শতদিনের শত সহস্র আনন্দের চেয়েও এইদিন অনেক বেশি মুল্যবান! যারা মার কাছে নেই তারা দুর থেকে মাকে ভাববে, কথা হবে ফোনে। মার কাছে থাকবার জন্য সবাই আজ ব্যতিব্যস্ত! কিন্তু আগামীকাল? ভেবে কি দেখেছ সন্তানেরা, যেই একদিনের স্বপ্নে মত্ত হয়ে রয়েছ, দিন শেষেই সব আগের মত হয়ে যাবেনা? কাল মায়ের পাশে থাকবে না তোমরা, কেউ মায়ের কপালটা উষ্ণ করে দেবার জন্য রবে না। মায়ের জন্য কেউ ভোরে খুশির বার্তা নিয়ে আসবে না, মা নিভৃতে কাদলে সে অশ্রু মুছবার কেউ থাকবেনা, মায়ের একাকিত্ব দুর করবার সময় তোমাদের হবেনা! জন্মাব্দি যে মা খাবার তুলে দিয়েছে মুখে, তার মুখে খাবার তুলে দেবার কেউ রবে না আর! মাকে ভুলে সবাই নিজের কক্ষপথে আবর্তিত হতে শুরু করবে! কি, পাচ্ছো মিল নিজেদের সাথে? প্রতিবছরে একদিন মাকে ভালবাসি বলে চিৎকার করবে? কেনো, এতে কি লাভ বলতো? ভালবাসা কি চিরদিনের জন্য হবার কথা ছিলনা? আর ভালবাসাতো প্রকাশ করে কর্মে, উপহার, মুখের বলায় কি তার সবটুকু বহিপ্রকাশ হয়? একি আমাদের সভ্যতার দান? তবে মা তোমাদের জন্মদাত্রী হয়ে কি ভুল করল? মায়ের প্রতিদান দেয়া যায়না, তবে তাই বলে কি তোমাদের কর্তব্য একদিন ভালবাসি বলেই শেষ হয়ে যাবে? উত্তর আছে? মা আবার একা হয়ে যাবেনা? ভেবেছি আমরা সেটা একবারও? ভালবাসি মাকে প্রতিদিন বলা উচিৎ নয়কি, নাকি একদিন বললেই চলে? মার পাশে থাকাটা কি সবসময়ের জন্য জরুরি নয়? যেই মা চোখের আড়াল করতে চাইতনা তোমাকে শিশুকালে, যে নিজের আগে সন্তানের ক্ষুদা মিটাতো, তাকে ভুলে যাবো? তবে এই একদিনের আয়োজনে কি পার্থক্য আসবে? মাকে ভালবাসায় কোন দোষ নেই, ভালবাসি বলায় কোন দোষ নেই, উপহার দেয়াতেও দোষ খুজে পাইনা, কিন্তু এসব যখন ঘটা করে লোকদেখানো কাজ করো তোমরা, তখন ঘৃনা হয়। মাকে সত্যি ভালবাসলে নির্দিষ্ট কোন দিবসের প্রয়োজন হয়না, সবসময়ই এভাবে ভালবাসা যায়। শুধু বছরের একদিন মাকে নিয়ে ভাবতে হয়না, সবসময়ই ভাবা যায়! না, এভাবে ভাবলে চলবে না! মাকে সবসময় সত্যিকারে তার যথার্থ মর্যাদা দিতে হবে, নইলে এ অভিনয় বন্ধ করতে হবে! তাই আজ থেকে প্রতিদিন একটি মা দিবস, প্রতিদিন এক একটি নতুন মা দিবস! মায়ের জন্য ভালবাসা সবসময়ের, এবং এ ভালবাসা সব মায়ের প্রাপ্য! বিশ্ব মা দিবসের প্রতি কোন অসম্মান নয়, শ্রদ্ধা আছে। তবে একদিন মাকে মনে রেখে বাকি ৩৬৪ দিন মাকে ভুলে থাকাকে সমর্থন করিনা, করবনা! ভালো থাকুন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.