আমাদের কথা খুঁজে নিন

   

আহুত পাখির গান-১

ওপাড়ার গুঞ্জনে ঘ্রাণ ছড়িয়ে যায় - আরো একটি আত্মহননের আমি তাকে লীন হওয়া বলি ব্যাখ্যা গুলো রয়ে যায় ময়না তদন্তের অন্তরালেই; আমরা পাখিদের মৃত্যু দেখিনা; তেমনি দেখিনা এই সব গল্পের অস্পৃশ্য অক্ষর অথচ জানা হয়ে যায় রক্ত অথবা সফেদ রঙের তর্জমা; গুঞ্জনে রঙ ছড়ায় ধূসর বিবর্ণতার - আরো কিছু আহত পাখির গান, চাঁদটাকে কিনে নেয়ার কৌশল শিখেছে দুর্বৃত্তরা ; তাতে কি ? স্বপ্রদীপ জাগ্রত হাজারো জোনাকি আমি জোনাকির প্রাচীর দেখেছি - আরেক গুঞ্জনময় রাত্রিতে; এক নিশাচর গুপ্তচরেরও অভিপ্সা জাগে স্বপ্নের -একটি জোসনাময় স্বপ্ন, একটি রাতজাগা পাখির স্বপ্ন; অথচ গুঞ্জনে গুঞ্জনে একাকার শহরের গলিপথ আর নাগরিক জীবনের জানা হয়ে গেছে - - প্রতিটি রঙ, ঘ্রাণ অথবা গানের মর্মার্থ ;; আহুত পাখির গান-১ ----- ফরিদ উদ্দিন মোহাম্মদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।