আমাদের কথা খুঁজে নিন

   

আস্থাশীল মানুষের তালিকার শীর্ষে উঠে আসলেন লুলু পাগলা

পাবনার কুসুমপুর গ্রাম এ প্রায় ৫০০মানুষের উপর করা জরিপ এ তথ্য উঠে আসে। বাংলাদেশ পাগল সমিতির পক্ষ থেকে করা এ জরিপ এ জানা যায় প্রায় ৯৯% মানুষ এ বৎসর লুলু পাগলের উপর আস্থা রেখেছিল। এ প্রসঙ্গে কুসুমপুরের কুদ্দুস মিয়া বলেন আগে প্রতি বার চৈত্র বৈশাখ মাসে লুলু বাঁশ দিয়ে গ্রামের মানুষকে তারা করতো, আশ্চর্য জনক ভাবে এ বৎসর সে শুধুমাত্র কুকুর বিরাল ছাড়া আর কাওকে দাবরানী দেয় নি। এটা তার শীর্ষে উঠার পেছনে ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে লুলু সাহেবের বক্তব্য নিতে গেলে তিনি এ প্রতিবেদকে বাঁশ দিয়া তাড়া করেন। (জরিপ এর সকল দায় বাংলাদেশ পাগল সমিতির, কারো অনুভুতিতে আঘাত লাগলে প্রতিবেদক দায়ি নন)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।