আমাদের কথা খুঁজে নিন

   

ডিয়ার ডায়েরী

ক্লান্ত, বিষণ্ণ, উদ্ভ্রান্ত এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো, পেছনে ফেলে এসেছি অনেক পথ, পথের দুধারে জ্বলন্ত শুণ্যতা আর অনিঃশেষ ক্ষয়ে প্রস্তরীভুত ইচ্ছে, আকাঙ্ক্ষা! কিছুটা মানবিকতার প্রলেপ মাখানো সস্তা বিবেকবোধ আর অদ্ভুত অস্ফুট ধোঁয়াশার অবাস্তব জোছনা। তাই হয়ত এইসব রুপালী রাতগুলোতে আর চন্দ্রাহত হই না আমি। রোদের সাথে লিপ্ত হইনা অসম যুদ্ধে। অগুণতি বেজোড় সংখ্যক স্ফুটন-উন্মুখ বোধগুলোকে নির্বিবাদে নিজের ভেতর আটকে রাখাটা এখন আর ততটা বিলাসিতা মনে হয়না, তবুও কংক্রিটের দেয়াল জুড়ে মৃত আলো, জড় বোধ এবং সত্ত্বা-রুপ-কল্পের নকশা আঁকা থাকে। ক্রমশ ভেঙ্গে যায় ক্ষোভ, ক্রোধ, লোভ, প্রকারান্তরে কুয়াশাচ্ছন্ন হয় নিয়তি।

এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো আলোকোজ্জ্বল শহর, উৎসবের প্রবেশদ্বার। সেখানে এখনো বাজে পাললিক বাঁশি, ক্রমশ ক্লেদাক্ত দিন, বরফাবৃত শীতল রাতের পুনরাবৃত্তির পরও মানুষের মুখে মুখে লেগে থাকে সকালের রোদকণা। বৃষ্টি শেষে রামধনু আকাশে ছড়ায় আভা, কেড়ে নেয় জাগতিক সব বিহ্বলতা! তীব্র আলোয় ধাঁধাঁ করে চোখ, দৃষ্টি জুড়ে থাকে সবুজ প্রান্তর। রাত শেষে নির্ঘুম রক্তাভ চোখে আঁধারের দৃষ্টিকল্প রচনায় মগ্ন হয়না কেউ! এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো স্বীয় প্রতিবিম্ব, সন্ধ্যে সায়াহ্নে বাতাসের রুপকথা। অযুত যুদ্ধে ক্লান্ত শব্দশরীর মিশে থাকে দগ্ধ জোনাক কুটিরের গায়ে! একটা একটা করে নক্ষত্র নেমে আসে এই সুবিশাল ঘাসের চাদরে।

এখান থেকে ফিরে তাকালে হয়তো দেখবো সজীব স্মৃতির জলছবি, বহু যত্নে আড়ালে আগলে রাখা ডিয়ার ডায়েরী! ০৬.০৫.২০১২ © ডাচম্যান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.