আমাদের কথা খুঁজে নিন

   

ছবি বা পিডিএফ থেকে টেক্সট এ রূপান্তর করুন খুব সহজে

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। আমরা ছবির উপর অনেক লেখা দেখি। কিছু লেখা আমাদের অনেক পছন্দ হয় । কিন্তু সেই লেখা গুলো কপি করা মুশকিল । কষ্ট করে হাতে লিখতে হয় ।

আসুন এই কষ্ট থেকে মুক্তি নিই আজ থেকে মাত্র ১৬০ কিবি এর একটি সফটওয়্যার দিয়ে । ফ্রি OCR (optical character recognition) সফটওয়্যার, যার মাধ্যমে সহজেই ছবি থেকে টেক্সট এ রূপান্তর করুন । ডাউনলোড করুন নিচের ধাপগুলো একটু খেয়াল করুন ------------- ১। প্রথমে কাঙ্ক্ষিত ছবি বা পিডিএফ ফাইল ওপেন করুন । ২ ।

এরপর যদি কোন এরিয়ার নির্দিষ্ট অংশ থেকে টেক্সট এ রূপান্তর করতে চান তাহলে মাউস এর লেফট বাটন প্রেস করে ড্রাগ করুন । এরপর ক্রপ করার জন্য সিলেকশন ফাংশন সিলেক্ট করুন বাম দিকের টুলবার থেকে । ৩ । এরপর ছবি থেকে টেক্সট রূপান্তর এর জন্য ocr এ ক্লিক করুন । ৪ ।

এরপর নিচের ছবির মত দেখতে পাবেন । ৫ । এরপর টেক্সট গুলি কপি করতে নিচের ছবিটি লক্ষ করুন এখন লেখাটি সেভ করুন । এরপর যেকোন জায়গায় লেখাটি ব্যবহার করতে পারবেন । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।